চলতি রম্য
এই শীতে আপনার ফ্রিজটাও ভাড়া দেবেন নাকি?
এই শীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রতিদিন গোসল করা। তীব্র ঠান্ডার কথা চিন্তা করে অনেকেই সকালের এই গোসল এড়িয়ে যান। অথচ একটু চেষ্টা করলেই কিন্তু গোসল আনন্দদায়ক করে ফেলা যায়। গরম করে ফেলা যায় হিম হিম ঠান্ডা পানিও। এই শীতে পানি গরম করার কয়েকটি পদ্ধতি আপনাদের জানিয়ে দিচ্ছি। আরাম করে গোসল করুন, স্মার্ট থাকুন।