রাজু আর পাপ্পু দুই বন্ধুতে কথা হচ্ছে। সামনে ঈদ, তাই আড্ডার আলোচ্যসূচিতে গুরুত্বসহকারে বিষয়টিকে রেখেছে তারা।
রাজু বলল, ‘দোস্ত, শপিংটপিং কিছু করলি?’
পাপ্পু বলল, ‘আর বলিস না! শপিংয়ে যে যাব, তার আগে তো ঝামেলা পাকিয়ে বসে আছি! ইচ্ছে করছে মাথার চুল ছিঁড়ে ফেসবুকে পোস্ট করে দিই।’
রাজু টেকো মাথায় হাত বোলাতে বোলাতে বলল, ‘তোর তো তা-ও এই ইচ্ছাটা পূরণ করার সুযোগ আছে, আমার সেটাও নাই। তা তোর এত চুল ছেঁড়ার কী আছে? ঝামেলাটা কী?’
পাপ্পু সত্যি সত্যিই একগাছা চুল টানতে টানতে বলল, ‘কপাল খারাপ হলে যা হয়! সেদিন বেতনের টাকা নিয়ে অফিস থেকে বেরিয়েছি, রিকশায় উঠতে না-উঠতেই সব ছিনতাই হয়ে গেল! সেটাও সমস্যা না, সমস্যা হলো, টাকাগুলো ছিল জাল! ছিনতাইকারী যদি আমাকে পায়, ছাড়বে মনে করিস?’
রাজু মুখে হাত দিয়ে বিজ্ঞের ভাব এনে বলল, ‘তা ঠিক। ছাড়ার কথা না। এত কষ্ট করে ছিনতাই করে এতগুলো জাল টাকা পেলে কারই–বা মেজাজ ঠিক থাকে!’
পাপ্পুর মুখটা আরও বিমর্ষ হয়ে গেল, ‘সে জন্যই তো শপিং মলের দিকে যেতে ভয় পাচ্ছি। ভয়ংকর ভয়! ছিনতাইকারীদের নেটওয়ার্ক তো জানিস, একবার পেলেই জান কবজ করে ফেলবে!’
‘ভাবি, মানে তোর বউকে সমস্যাটা খুলে বলেছিস?’ রাজু সব সময় নারীদের বুদ্ধির ওপর আস্থাশীল, এবারও তার আস্থার প্রকাশ করল, ‘ভালো সমাধান দেবে নিশ্চয়ই।’
পাপ্পু চোখ গোল গোল করে বলল, ‘আরে গাধা, ছিনতাইকারীরও তো বউ আছে। সে কি বুদ্ধিগুলো ব্যাংকে রিজার্ভ করে রেখেছে ভাবছিস?’
রাজু টাকে তাল ঠুকতে ঠুকতে দারুণ এক আইডিয়া পেয়ে গেল, ‘দোস্ত, খোলা চিঠি লিখে ফেসবুকে সেই ছিনতাইকারীর কাছে ক্ষমা চাইতে পারিস! তাহলে ব্যাপারটা মিটে গেলেও যেতে পারে। লাগলে জরিমানাও দিয়ে দিলি।’
পাপ্পু বলল, ‘ইউরেকা! ইউরেকা!’
পরদিন পাপ্পু ফেসবুকে একটা খোলা চিঠি লিখল, ‘প্রিয় ছিনতাইকারী, গত সোমবার বিকেল পাঁচটায় মতিঝিলে আমি আপনার কাছে ছিনতাইয়ের শিকার হয়েছিলাম। দুঃখের বিষয় হলো, আমার হাত থেকে ছিনতাই করে নেওয়া টাকাগুলো জাল ছিল। কিন্তু বিশ্বাস করুন, সেটার পেছনে আমার হাত ছিল না। অফিসের ভুলে ব্যাপারটা ঘটেছে বিধায় আপনার কাছে আমি ক্ষমাপ্রার্থী। দয়া করে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’
লেখাটি অনেক শেয়ার হতে হতে একসময় ছিনতাইকারীর নজরেও পড়ল। এবং ছিনতাইকারী সেই পোস্টের নিচে কমেন্ট করল, ‘সমস্যা নাই। আমি যে পিস্তল দিয়া আপনাকে ভয় দেখাইছিলাম, সেইটাও নকল আছিল! হা হা হা হা!’