অকাজের মগ
হাবু–লাবু গেছে মগ কিনতে।
দোকানে একটা উল্টো করে রাখা মগ দেখে হাবু বলল, ‘দেখ, এই মগটা অদ্ভুত!’
লাবু বলল, ‘কেন, কী হয়েছে এই মগের?’
হাবু বলল, ‘আরে বোকা, দেখতে পাস না, মগটার ওপরের দিকটা বন্ধ। পানি ভরবি কীভাবে?’
লাবু কিছুক্ষণ উল্টেপাল্টে মগটা দেখে বলল, ‘আরে, তাই তো! শুধু ওপরটাই বন্ধ না, এর নিচের দিকটাও কেমন ভাঙা!’
ঘড়ি চুরি
এক লোক ধরা পড়েছে চুরি করা ঘড়িসহ। লোকজন নানান প্রশ্ন করছে তাকে—
: আচ্ছা, আপনি ওই লোকের ঘড়ি চুরি করলেন কেন?
: না, আমি তো চুরি করিনি। তিনি নিজেই আমাকে ঘড়িটি দিয়েছেন।
: কী বলছেন! তিনি কখন আপনাকে ঘড়িটি দিলেন?
: কেন? আমি যখন আমার বন্দুকটি দেখালাম!
আলু পোড়া
হাসমত সাহেবের ছোট ছেলে এসে জিজ্ঞেস করল, ‘আচ্ছা বাবা, আলু পোড়া খেতে কেমন লাগে?’
হাসমত সাহেব স্মৃতিকাতর হয়ে পড়লেন, ‘আহ! কী কথা মনে করে দিলি রে, বাপ! খুবই মজার খাবার। জিবে পানি এসে গেল!’
ছেলে বলল, ‘সত্যিই? কী মজা!’
হাসমত সাহেব বললেন, ‘হঠাৎ এই প্রশ্ন কেন, বল তো!’
ছেলে বলল, ‘একটু আগে ফোন এসেছিল, তোমার আলুর গুদামে আগুন লেগেছে।’
পরামর্শকের ফি
নতুন এক পরামর্শকের তুমুল চাহিদা। তার সঙ্গে কথা বলতে গেলেন এক ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক।
ব্যবসায়ী বললেন, ‘আচ্ছা, আপনার ফি কত?’
পরামর্শক বললেন, ‘আমি প্রতি তিনটি প্রশ্নের উত্তরে ১৫ হাজার টাকা নিই।’
ব্যবসায়ীর প্রশ্ন, ‘কেন, আপনি এত বেশি টাকা নেন কেন?’
পরামর্শক বললেন, ‘এটাই তো আমার ন্যায্য পারিশ্রমিক। হাতে সময় কম। এবার আপনার তিন নম্বর প্রশ্নটি করে ১৫ হাজার টাকা পে করুন, প্লিজ!’