৩১ জানুয়ারি বাংলাদেশে 'রবিবার'

জয়া আহসান ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।  ছবি: সংগৃহীত
জয়া আহসান ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত

গত ২৭ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়া আহসান ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত রবিবার ছবিটি। আমদানি নীতিমালা অনুযায়ী একই দিনে বাংলাদেশেও মুক্তির কথা ছিল ছবিটির। আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট একই দিনে মুক্তির জন্য বাংলাদেশ সরকারের অনুমোদন নিতে আবেদনও করে রেখেছিল। কিন্তু অনুমোদন দেরিতে পাওয়ায় একসঙ্গে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। এখন প্রায় এক মাস পরে বাংলাদেশে আসছে অতনু ঘোষ পরিচালিত রবিবার।

মুক্তির বিষয়টি নিশ্চিত করে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের স্বত্বাধিকারী অনন্য মামুন বলেন, ‘বাংলাদেশ ও ভারতে একসঙ্গে ছবিটি মুক্তির কথা ছিল। এ জন্য আগেই আবেদন করে রেখেছিলাম। কিন্তু সঠিক সময়ে অনুমোদন হয়নি। এখন ৩১ জানুয়ারি মুক্তির দিন ঠিক করেছি।’

অনন্য মামুন বলেন, একসঙ্গে দুই বাংলায় মুক্তি পেলে ভালো হতো। বাংলাদেশের দর্শকদের ছবিটি দেখার আগ্রহ বেশি থাকত। বিনিয়োগ উঠে আসারও সম্ভাবনা ছিল। এখন কী হবে বলা মুশকিল।
বাংলাদেশের আবার বসন্ত ছবিটি কলকাতায় রপ্তানি করার বিপরীতে এসকে মুভিজের কাছ থেকে রবিবার ছবিটি আমদানি করা হয়েছে। ছবিটির প্রযোজক সন্দীপ আগারওয়াল কলকাতা থেকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কলকাতায় ছবিটির রিভিউ ভালো। প্রায় এক মাস যাবৎ চলছে। জয়া–প্রসেনজিৎ জুটির প্রথম ছবি এটি।