সোনু সুদের কাছে সাহায্যের আবেদন, বিপাকে তাঁর দুধ সরবরাহকারী

সোনু সুদ ও তাঁর দুধ সরবরাহকারী গুড্ডু
কোলাজ

পরিযায়ী শ্রমিকদের নিজ খরচে বাড়িতে পাঠিয়ে ‘খলনায়ক’ সোনু সুদ বাস্তব জীবনের নায়কে পরিণত হন। করোনার এই সময়ে সোনু তাই অসহায় ভারতীয়দের কাছে হয়ে উঠেছেন ‘ত্রাতা হাতেমতাই’। আর সোনুও নির্দ্বিধায় ঝাঁপিয়ে পড়ছেন মানুষকে সাহায্য করতে। কিন্তু দিন যত যাচ্ছে, তত সাহায্যের আবেদন আসছে সোনুর কাছে। এই তারকার কাছে পৌঁছাতে সহায়তা নেওয়া হচ্ছে তাঁর আশপাশের মানুষদের। এই যেমন, তাঁর দুধ সরবরাহকারী গুড্ডুর কাছেও আসছে সাহায্যের আবেদন। আর তাতে বিপাকে পড়েছেন গুড্ডু।

সোনু সুদ
ইনস্টাগ্রাম

সম্প্রতি একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সোনু সুদ। সেখানে জানা গেল বিস্তারিত। এই তারকার দুধ সরবরাহকারীকে ধরতে পারলেই পৌঁছানো যাবে সোনুর কাছে, এমন ধারণায় তাঁর দুধ সরবরাহকারী গুড্ডুর কাছে একের পর এক ফোন আসতে থাকে। আর তাঁকে অনুরোধ করা হয় সোনুর কাছে সাহায্যের আবেদন পৌঁছানোর জন্য। এত ফোন পেয়ে গুড্ডু নিজে বিপর্যস্ত। শেষমেশ চলে আসেন সোনুর কাছে। পুরো ঘটনা জানতে পেরে সোনু নিজেও অবাক! ইনস্টাগ্রামে গুড্ডুর একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন ভক্তদের।

সেখানে গুড্ডু জানিয়েছেন, অনেকেরই ধারণা, যেহেতু সোনুর বাড়িতে তিনি সব সময়ই যান, তাই গুড্ডুকে বললেই সমস্যার সমাধানের কাছাকাছি পৌঁছনো যাবে। অর্থাৎ, সোজা সেই সমস্যার কথা গিয়ে উঠবে সোনুর কানে। এটা ভেবেই সারা রাত ধরে প্রচুর সাহায্যপ্রার্থীর ফোন এসেই চলেছে গুড্ডুর ফোনে। আর ফোন ধরতে ধরতে গুড্ডু নাজেহাল। গুড্ডুকে এই বিপদ থেকে উদ্ধার করতে এগিয়ে এলেন সোনু।

সোনু সুদ
ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রামের ওই ভিডিওতে গুড্ডু ও সোনুর কথোপকথন দেখা যায়। গুড্ডু সেখানে জানিয়েছেন, সোনু তাঁকে একটি আলাদা ফোন ব্যবহারের জন্য দিয়েছেন। যেখানে শুধু সাহায্যপ্রার্থীদের ফোন আসবে এবং তিনি সোনুর ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন। এরপর তাঁর মুখে তারকার প্রশংসা করার পাশাপাশি বলতে শোনা যায়, সোনু যেভাবে কাজ করেন, সবকিছু সামলান, তা দেখে তিনি স্তম্ভিত। গুড্ডুর কথায়, ‘স্যার আপনার মাথা অন্যভাবে কাজ করে। আমার এত চাপ নেওয়ার ক্ষমতাই নেই।’

সোনু সুদ
ইনস্টাগ্রাম

ভিডিওতে দুজনের কথা বলার মধ্যেও একজন সাহায্যপ্রার্থীর ফোন চলে আসে। গুড্ডুর পক্ষ নিয়ে সোনু নিজেও বলেন যে তিনি আর পারছেন না। রীতিমতো হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা হয়েছে গুড্ডুর। এরপরেই সোনু অবস্থা বোঝাতে বলেন, ‘যাঁরা জানতে চান আমি কীভাবে কাজ করি, একটা দিন আমার সঙ্গে এসে কাটিয়ে যান।’
সে যা–ই হোক, সোনু সুদের এই কার্যক্রমে তিনি এখন জাতীয় বীর। করোনার এই সময়ে অসহায় মানুষের যেকোনো সহায়তায় এগিয়ে এসেছেন তিনি। সোনুর হাতে এ বছর বেশ কয়েকটি ছবি আছে। তার মধ্যে তেলেগু দুটি, হিন্দি একটি ও তামিল একটি ছবি।

সোনু সুদ।
ইনস্টাগ্রাম