২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সুশান্তকে নিয়ে ঢাকায় 'হত্যা শেষে আত্মহত্যা'

‘হত্যা শেষে আত্মহত্যা’ ডকু ফিল্মের পরিচালক জীবন শাহাদাৎ ও চিত্রনাট্যকার দেবাশীষ বিশ্বাস। ছবি-সংগৃহীত।
‘হত্যা শেষে আত্মহত্যা’ ডকু ফিল্মের পরিচালক জীবন শাহাদাৎ ও চিত্রনাট্যকার দেবাশীষ বিশ্বাস। ছবি-সংগৃহীত।

মৃত্যুর কয়েক দিন পার হয়ে গেলেও বলিউড অভিনয়শিল্পী সুশান্ত সিং রাজপুতকে নিয়ে আলোচনা থামছেই না। তাঁর মৃত্যু যেন বিনোদন অঙ্গনে একটা নতুন ঝাঁকুনি দিয়েছে। নেপোটিজম নিয়ে ভারতের তারকাদের পাশাপাশি বাংলাদেশের অনেকে কথা বলার চেষ্টা করছেন। এরই মধ্যে এল ভিন্নধর্মী এক খবর, সুশান্ত সিং রাজপুতকে নিয়ে একটি ডকু ফিল্ম বানাচ্ছেন বাংলাদেশি পরিচালক জীবন শাহাদাৎ। আজ সোমবার দুপুরে প্রথম আলোকে খবরটি জানালেন পরিচালক নিজেই।

পরিচালক জানিয়েছেন, সুশান্ত সিং রাজপুতকে নিয়ে তৈরি ডকু ফিল্মের দৈর্ঘ্য হবে ২০ মিনিটের। নাম ‘হত্যা শেষে আত্মহত্যা’। ডকু ফিল্মের ধরনটা কেমনটা হবে জানতে চাইলে পরিচালক বলেন, ‌‌‌‘ভয়েজওভার, বিভিন্ন টক শো, উপস্থাপনা আর ফুটেজের মিশ্রণে এই ডকু ফিল্ম তৈরি হবে। একেবারে অন্য স্টাইলে তৈরি করছি। এটা অনেকটা বায়ো ডকু ধাঁচের। পর্দায় উপস্থাপক হিসেবে এই ডকু ফিল্মের সূত্রধর থাকবেন দেবাশীষ বিশ্বাস।’

পর্দায় উপস্থাপক হিসেবে এই ডকু ফিল্মের সূত্রধর থাকবেন দেবাশীষ বিশ্বাস
পর্দায় উপস্থাপক হিসেবে এই ডকু ফিল্মের সূত্রধর থাকবেন দেবাশীষ বিশ্বাস

সুশান্ত সিং রাজপুতকে নিয়ে ডকু ফিল্ম তৈরির ভাবনা প্রসঙ্গে জীবন শাহাদাৎ বলেন, ‘আমার কাছে মনে হয়েছে যে সুশান্তের সঙ্গে যেটা হয়েছে, সেটা খুবই দুঃখজনক এবং অগ্রহণযোগ্য। আর এই ঘটনা বর্তমানে আমাদের সমাজের একটি চলমান বিষয়। সেই চিন্তা থেকে পুরো বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরে সচেতন করার চেষ্টা থেকে এটি করছি।’

এই ডকু ফিল্ম দিয়ে কি বোঝাতে চান? ‘জানাতে চাই কতটা বাজে এবং মানসিক নির্যাতন একজন আধুনিক মননের মানুষকে অগ্রহণযোগ্য একটি সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়, তা জেনে নিজে এবং আশপাশের মানুষের প্রতি ইতিবাচক ভূমিকা রাখা দরকার। আর পরিবারের কেউ অবসাদগ্রস্ত কি না, সেদিকে নজর দেওয়া এবং প্রয়োজন কাউন্সেলিং করা,’ বললেন পরিচালক।