সিনেমার গানে নায়িকার নাম
সিনেমায় প্রতিষ্ঠিত নায়িকাদের নামে বিছিন্নভাবে আগেও গান তৈরি হয়েছে, এখনো হয়। তিন কন্যা ছবিতে সুচন্দা, ববিতা, চম্পার নামে লেখা ‘তিন কন্যা এক ছবি/ চন্দা, চম্পা আর ববি...’ গানটি তো এখনো মনে আছে অনেকের। এরপর মৌসমুী, পপি থেকে শুরু বর্তমান সময়ের নায়িকা মাহিয়া মাহি, পরীমনি, বুবলীর নামকে গানের কথায় তুলে এনে সিনেমায় ব্যবহার ঢালিউডের রীতি হয়ে গেছে। এমনই কিছু গানের কথা জানব আজ।