শেষ পর্যন্ত বদলাতেই হলো গানের কথা
তখনো চলচ্চিত্র সেন্সর বোর্ডে ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয়নি ‘দহন’ ছবিটি। তার আগেই প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ছবির ‘হাজির বিরিয়ানি’ শিরোনামের গানটি ইউটিউবে দেওয়া হয়। আপত্তিকর কিছু শব্দের কারণে গানটি প্রকাশের পরই সংগীতাঙ্গনের গুণীজনেরা ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেন। গানটি নিয়ে প্রথম আলোর কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন অনেকেই। ফেসবুকেও অনেক লেখালেখি হয়েছে। গানটির কথা বদল এবং তা ইউটিউব থেকে সরিয়ে নিতে তথ্য প্রতিমন্ত্রী ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের দৃষ্টি আকর্ষণ করা হয়।
কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়, গানের কথা বদল করা হবে না। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ প্রথম আলোকে জানান, যে করেই হোক ছবিতে তারা গানটি রাখবেন। বাদ দেওয়া কিংবা বদলের প্রসঙ্গ যদি আসে, চলচ্চিত্র সেন্সর বোর্ডের সিদ্ধান্ত জানার পর তা নিয়ে ভাববেন। কারণ গল্পের প্রয়োজনেই গানটি করা হয়েছে। এদিকে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে দেখা করে অভিযোগ করেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার, সংগীত পরিচালক, গীতিকারের একটি প্রতিনিধিদল। আবেদনপত্রে গানটি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো সংগীতাঙ্গনের ৭১ জন গায়ক-গায়িকা, সুরকার, সংগীত পরিচালক ও গীতিকারের স্বাক্ষর যুক্ত করে দেওয়া হয়।
এরপর চলচ্চিত্র সেন্সর বোর্ড কর্তৃপক্ষ প্রযোজনা প্রতিষ্ঠানকে গানটি সম্পর্কে কারণ দর্শানো নোটিশ পাঠায়। এখন শোনা যাচ্ছে, চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়ার আগেই গানের কথা বদল করা হয়েছে। গানের কথা বদল করে ছাড়পত্রের জন্য ‘দহন’ ছবিটি জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আবদুল আজিজ।
‘দহন’ ছবির ‘হাজির বিরিয়ানি’ গানের কথা বদল করে চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়াকে ইতিবাচকভাবে দেখছেন গীতিকবি, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানটি প্রকাশের পর তিনি তাঁর ক্ষোভের কথা জানিয়ে ফেসবুকে লিখেছিলেন। তিনি বলেন, ‘আমরা এটাই চেয়েছিলাম। গানের মানুষদের চাওয়ার প্রতি সম্মান দেখানোর ব্যাপারটি আমার কাছে ভালো লেগেছে।’
গানটি নিয়ে আবদুল আজিজ এর আগে প্রথম আলোকে বলেছিলেন, ‘এই গানে নায়কের চরিত্র সম্পর্কে দর্শককে ধারণা দেওয়া হয়েছে। যাঁরা গানটির সমালোচনা করছেন, পুরো ছবি দেখার পর করবেন না, তা নিশ্চিত।’ এদিকে কথা বদলের মাধ্যমে সেই অবস্থান থেকে সরে এসেছেন আবদুল আজিজ। আজ শনিবার দুপুরে তিনি বললেন, ‘এখন পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান থেকে ৪৩টি ছবি নির্মিত হয়েছে। একটি ছবিতেও আপত্তিকর কোনো শব্দ ব্যবহার করা হয়নি। কিন্তু এই ছবির গানের কিছু শব্দ নিয়ে সংগীতাঙ্গনের অনেক গুণীজন আপত্তি করেছেন। সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটির কথা বদল করার সিদ্ধান্ত নিয়েছি।’
‘দহন’ ছবিটি ছাড়পত্রের জন্য গত বৃহস্পতিবার চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। ৩০ নভেম্বর ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে জাজ মাল্টিমিডিয়া।