যেভাবে এক পর্দায় নার্গিস-শাকিব
সেদিন সন্ধ্যায় একটা গানের অনুষ্ঠান হয়ে উঠেছিল তারকাদের মিলনমেলা। সেই মিলনমেলায় হাজির ছিলেন বাংলাদেশের গান ও চলচ্চিত্রজগতের সব দ্যুতিময় নাম। বলছি গত ২১ সেপ্টেম্বরে অনুষ্ঠিত ‘মিউজিক ফর পিস’ কনসার্টের কথা। সেই আয়োজন থেকেই যাত্রা করে প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মস। যাত্রার দিন থেকেই তারা দিতে শুরু করে চমক। প্রথম দিনেই এক মঞ্চে নিয়ে আসে বাংলা চলচ্চিত্রে এ সময়ে এগিয়ে থাকা তারকাদের। শুধু দেশি তারকাই নন, বলিউডের নায়িকা নার্গিস ফাখরিও এসে দাঁড়ান আমাদের শাকিব খান, পরীমনি, আরিফিন শুভ, মিম, সিয়ামদের পাশে। পরদিন ফাখরিকে দেখা যায় চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে এক টেবিলে নৈশভোজে। বাংলা চলচ্চিত্রের দর্শকদের কৌতূহল বাড়িয়ে দেয় বহুগুণ। আমরা সেই কৌতূহলের খানিকটা মেটাতেই টিএম ফিল্মসের দুই কর্তাব্যক্তি কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীর সঙ্গে আড্ডায় বসি। আলাপ যত দূরে গড়ায়, কৌতূহলগুলো বদলে যেতে থাকে বিস্ময়ে। জানা যায়, বাংলা সিনেমার জন্য এক ঝাঁপি চমক নিয়ে প্রস্তুত হচ্ছেন তাঁরা।
‘শাকিব খানের সঙ্গে ২০–৩০ মিনিটের আলাপ থেকেই টিএম ফিল্মস শুরু করব বলে সিদ্ধান্ত নিই। ফোন করেছিলাম স্বপ্নের কথা ভাগাভাগি করব বলে। কিন্তু শাকিবের কারণেই সরাসরি স্বপ্নগুলো বদলে ফেলি পরিকল্পনায়,’ বলছিলেন কৌশিক হোসেন তাপস। টিএম ফিল্মসের সঙ্গে জুড়ে চিত্রনায়ক শাকিব খান যে নতুন কোনো কাজ করতে যাচ্ছেন, তাপসের কথা শুনে এটা বুঝতে আর আমাদের বাকি থাকে না। কিন্তু আমাদের আবারও গোলকধাঁধায় ফেলেন ফারজানা মুন্নি, অর্থাৎ টিএম ফিল্মসের ‘এম’। তিনি বলেন, ‘উইন্ড অব চেঞ্জ যেমন একটা পরিবেশনা বা মৌসুম দিয়ে থেমে থাকেনি। এটা যেমন গানের জগতের সবাইকে নিয়ে তৈরি করেছি আমরা। টিএম ফিল্মসও তা–ই করবে। একটা ছবি নয়। আমরা চলচ্চিত্রজগতে মনে করছি পুরো একটি পরিবার। এই পরিবার সবাইকে নিয়ে এগিয়ে যাবে। কারণ, এরই মধ্যে সবার যে ভালোবাসা পাচ্ছি আমরা, সেটা আমাদের দায়িত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। আমরা একটা ছবি নয়, পরিকল্পনা করছি একাধিক। হতে পারে সেটা দুটি বা তিনটি ছবি।’
তাহলে নিশ্চয়ই একটাতে থাকবেন বলিউডের নার্গিস ফাখরি? এই প্রশ্নের জবাব দিতেই ধন্দে পড়ে যাই আমরা। কারণ আমাদের আলাপে ঢুকে পড়ে চিত্রনায়িকা পরীমনি। ধারণা করতে শুরু করি, হয়তো ফ্রেমের বাইরে চলে গেছেন নার্গিস, ঢুকে পড়েছেন পরীমনি। কিন্তু রহস্য উন্মোচন করেন না তাপস বা মুন্নী কেউই। বরং পরীর সামনেই নার্গিস ফাখরির গল্প বলতে থাকেন। জানান, ‘মিউজিক ফর পিস কনসার্ট’–এর মাত্র ৭২ ঘণ্টা আগে নার্গিসকে ঢাকায় আসার আমন্ত্রণ জানান গান বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক তাপস। সে সময়ই নার্গিসকে বলে দেন, তাঁকে মঞ্চে উঠতে হবে ঢালিউডের অন্যতম চিত্রতারকা শাকিব খানের সঙ্গে। শুরুতে ঢাকার পরিবেশ আর আবহাওয়া নিয়ে ভয়ে ছিলেন নার্গিস। কারণ তাঁর প্রেমিক নাকি হুঁশিয়ার করে দিয়েছিলেন, ঢাকায় পদে পদে এডিস মশা। গেলেই ডেঙ্গুতে মারা পড়ার ভয়। কিন্তু শাকিবের ব্যাপারে তাপস ও মুন্নী যা বলেছিলেন ফাখরিকে, তা শুনে ঢাকায় না এসে আর উপায় ছিল না!
পরদিন গান বাংলার চেয়ারপারসন ফারজানা মুন্নী নিজের বাসাতেই একটি অনানুষ্ঠানিক নৈশভোজের আয়োজন করেন। যেখানে এবার মঞ্চ থেকে এক টেবিলে হাজির শাকিব খান ও নার্গিস ফাখরি। জানা গেছে, সেই সন্ধ্যায় দুজনের মধ্যে চলচ্চিত্রের বাইরেও কথা হয়েছিল বলিউডের পরিবেশ আর নতুন ছবির কাজ নিয়ে। এরপর দুজনকে একসঙ্গে ক্যামেরায় বন্দী করেন তাপস–মুন্নী দম্পতি, যা এই দেশের দুই তারকাকে এ পর্দায় দেখার আশাকে জিইয়ে রাখে। তবে পাশাপাশি কৌতূহল থেকেই যায়, কেমন হবে শাকিব–নার্গিসের সেই ছবিটি? ফারজানা মুন্নী আমাদের তেষ্টা একটুখানি মেটান। বলেন, ‘নভেম্বরে আমরা চমক দেখানোর জন্য প্রস্তুত হব। ওই মাসেই দর্শক দেখার মতো কিছু জিনিস পাবে বলে দিচ্ছি।’আর ২০২০–এ দেখবে পুরো সিনেমা।’