মৌসুমীকে জানতে...
এ এক অন্য মৌসুমী। কানে হেডফোন লাগিয়ে মাইক্রোফোনের সামনে বসে বলছেন, ‘আপনারা শুনছেন এবিসি রেডিও ৮৯.২ এফএম। চলছে ড্রিংকো ফ্লোট প্রেজেন্টস “মৌসুমী হাওয়া”। আপনার কথা আমার কাছে পৌঁছে দিতে টেক্সট করুন...।’ আরজের ভূমিকায় প্রথমবারের মতো হাজির এই অভিনয়শিল্পী।
গত রোববার থেকে এবিসি রেডিও এফএম ৮৯.২–তে ‘মৌসুমী হাওয়া’ নামের নতুন একটি শো নিয়ে ভক্তদের সামনে হাজির মৌসুমী।
মডেলিংয়ের অভিজ্ঞতা নিয়ে আসা মৌসুমী চলচ্চিত্রে অগণিত ভক্ত তৈরি করেন। কেয়ামত থেকে কেয়ামত ছবির পর আর পেছনে তাকাতে হয়নি। এরপর নাম লেখান পরিচালনায়ও। এবার নতুন ব্যস্ততা শুরু হলো রেডিওর আরজে হিসেবে। মাস তিনেক আগে এবিসি রেডিও থেকে তিনি অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব পান। তারপর ভেবেচিন্তে রাজি হয়ে যান। মৌসুমী বলেন, ‘ছোটবেলা থেকেই রেডিও শুনতাম। সিনেমার নানা অনুষ্ঠান হতো। খুব ভালো লাগত। সকালে রেডিওতে রবীন্দ্রসংগীত শুনতাম। কিছুদিন ধরে মনে হচ্ছিল, উপস্থাপনার প্রস্তাবটা লুফে নিই। চলতি পথে গাড়িতে ঘুরতে বের হলেও রেডিওর চ্যানেল টিউন করতে গিয়ে এবিসি রেডিওতে শারমীনের (গাজী শারমীন আহমেদ) “প্রেমরোগ” ও “কুয়াশা” শো দুটি শোনা হতো। শারমীনের সঙ্গে আগে থেকে পরিচয় ছিল, ও যখন অনুষ্ঠানটির ব্যাপারে বেশি আগ্রহ দেখাল, রাজি হয়ে যাই।’
গত রোববার রাত নয়টায় মাইক্রোফোনের সামনে বসলেন মৌসুমী। তবে এটা স্রেফ একটি অনুষ্ঠান নয়, দর্শকের সঙ্গে যোগাযোগও হবে মৌসুমীর। তিনি বলেন, ‘আমার কাছে একটা বিষয় ভালো লেগেছে। শুধু কাজ হিসেবেই এটা করছি না, এর মাধ্যমে দর্শকের সঙ্গে সপ্তাহে এক দিন অন্তত সরাসরি কথা বলতে পারব।’
অনুষ্ঠানের মাধ্যমে মৌসুমীর জীবনের নানা দিকও ভক্তরা জানতে পারবেন। মাঝেমধ্যে নিজের পছন্দের শিল্পীদের নিয়েও স্টুডিওতে আড্ডায় মেতে উঠবেন বলে জানান মৌসুমী। তিনি বলেন, ‘আমার এত দিনের অর্জনগুলো অনুষ্ঠানটির নানা পর্বের মাধ্যমে দর্শকেরা জানতে পারবেন। তাঁরা আমাকে নিয়ে ভাববেন, বলবেন। আমিও তাঁদের সঙ্গে আমার অভিজ্ঞতা শেয়ার করব। এভাবেই জীবনের অনেক কিছু জানা হয়ে যাবে।’
এবিসি রেডিওর অনুষ্ঠান বিভাগের প্রধান গাজী শারমীন আহমেদ ‘মৌসুমী হাওয়া’ অনুষ্ঠানটি পরিকল্পনা করেছেন। অনুষ্ঠানটির প্রযোজক সাইফুজ্জামান। মৌসুমীকে জানতে প্রতি সপ্তাহে রোববার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত কান পাততে হবে এবিসি রেডিওতে।