মামলায় জিতলেন এলটন জন

এ বছরের এপ্রিলে প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী স্যার এলটন জনের বিরুদ্ধে গানের কথা চুরির অভিযোগ তুলে মামলা ঠুকে দিয়েছিলেন গাই হবস নামের অখ্যাত এক গীতিকার। এলটনের আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি মামলাটি খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একজন বিচারক।১৯৮৫ সালে প্রকাশিত এলটন জনের ‘আইস অন ফায়ার’ অ্যালবামের ‘নিকিতা’ গানটির বিষয়বস্তু ছিল কোল্ড ওয়ার। বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয়তা পেয়েছিল গানটি। গত এপ্রিলে গাই হবস তাঁর মামলার অভিযোগে দাবি করেন, তিনি ‘নাতাশা’ শিরোনামে একটি গান লিখেছিলেন। কোল্ড ওয়ার চলাকালে একজন পশ্চিমা পুরুষের সঙ্গে একজন রাশিয়ান নারীর প্রেমে পড়ার গল্প নিয়ে গানটি লিখেছিলেন তিনি। পরে ‘নাতাশা’ গানের কথা চুরি করে ‘নিকিতা’ গানটি লেখেন এলটন। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে টিএমজি।পরবর্তী সময়ে আদালতের কাছে গাই হবসের দায়ের করা মামলাটি খারিজ করে দেওয়ার আবেদন করেন এলটন। তিনি বলেন, ‘আমার মতো গ্র্যামি পুরস্কারজয়ী একজন শিল্পী কখনোই অখ্যাত একজন গীতিকারের গানের কথা চুরি করতে পারে না।’ এলটন আরও বলেন, ‘নাতাশা গানটির যে বিষয়বস্তু, তা নিয়ে এখন পর্যন্ত বহু গান রচিত হয়েছে। কাজেই আমি মনে করি, মেধাস্বত্ব আইনে গাই হবসের মামলাটি ধোপে টিকবে না। আদালতের উচিত মামলাটি খারিজ করে দেওয়া।’ এলটনের বক্তব্যের সঙ্গে একমত হয়ে সম্প্রতি মামলাটি খারিজ করে দিয়েছেন বিচারক।