প্রেক্ষাগৃহে 'লাইভ ফ্রম ঢাকা'
মুক্তি পেতে চলেছে আলোচিত সিনেমা ‘লাইভ ফ্রম ঢাকা’। ২৯ মার্চ রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ছবিটি। এমনটি জানিয়েছেন সিনেমাটির প্রযোজক শামসুর রহমান। ছবির পরিচালক তরুণ নির্মাতা আবদুল্লাহ সাদ।
নিজেকে পাল্টে ফেলার জন্য ঢাকায় আসে সাজ্জাদ। কিন্তু শেয়ার ব্যবসায় লোকসান গুনে তার সব আশা ভেঙে যায়। সমস্যা শুরু হয় নিজেদের সম্পর্ক নিয়েও। সন্দেহ করা শুরু করে বান্ধবী রেহানাকে। পাশাপাশি যুক্ত হয় ছোট ভাইয়ের মাদকাসক্তি। এ রকম নানা ঝামেলায় জর্জরিত হয়ে পড়ে সাজ্জাদ। অবশেষে সে এই শহর থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। সিনেমাটি বানানোর পর বিশ্বের বেশ কয়েকটি নামকরা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ও পুরস্কার পায়। ছবিটি সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক ও অভিনেতার পুরস্কার পায়। রটারডম, লোকার্নো, সিনেইউরোপাসহ বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ছবিটি। শুধু সিনেপ্লেক্সে মুক্তি প্রসঙ্গে প্রযোজক শামসুর রহমান বলেন, ‘আসলে হলগুলোর কাছে আমরা গিয়েছিলাম। তারা আগ্রহ প্রকাশ করেনি। শুধু সিনেপ্লেক্স ছবিটি চালাতে রাজি হয়েছে।’
এদিকে প্রযোজক জানিয়েছেন, ছবিটির জন্য প্রচার চলছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রচারণা করা হচ্ছে। অনলাইনেও চলছে প্রচার।