পেছনের আসনগুলোতে সবাই ঘুমাচ্ছিল

গাড়ি চালাচ্ছিলেন নতুন চালক। গুগল ম্যাপে পরীমনি দেখলেন শুটিং স্পটে পৌঁছাতে আর ২৪ মিনিট লাগবে। গাড়িতে বাজছে গান। চোখ বন্ধ করে গান শুনতে শুনতে হঠাৎ ঘুমিয়ে পড়েন তিনি। ঘুম ভাঙতেই দেখেন, গ্রামের ভেতরে এক গোরস্থানের পাশে গাড়িটা থেমে আছে। রাত ২টা। শুটিং স্পট থেকে প্রায় দেড় ঘণ্টার পথ পার হয়ে গেছে তাঁদের গাড়ি। পেছনের আসনগুলোতে সবাই ঘুমাচ্ছিল।

‘বিশ্বসুন্দরী’ ছবিতে অভিনয় করেছেন পরীমনি
সংগৃহীত

২২ মে শুরু হয় ‘মুখোশ’ ছবির শেষ ধাপের শুটিং। ২৬ মে নিজের অংশের শুটিংয়ে যোগ দিতে ঢাকা থেকে পরীমনি রওনা দেন শুটিং স্পট টাঙ্গাইলে। ২৫ মে রাতে ছোট ভাইসহ তিন-চারজনকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে রওনা হন এই ঢালিউড তারকা। পরীমনি বলেন, ‘ঘুম ভাঙতেই দেখি, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। গুগল ম্যাপে দেখি, শুটিং স্পট ছেড়ে দেড় ঘণ্টার রাস্তা পার হয়ে এসেছি। পেছনে তাকিয়ে দেখি সিটেই ঘুমাচ্ছে সবাই। ভাবলাম সবাইকে ঘুমের ট্যাবলেট খাওয়ানো হলো নাকি! আমি তো ভয় পেয়ে গেলাম।’

২৯ মে রাতে সাভারে শেষ হয় ‘মুখোশ’ ছবির শুটিং। এতে সাংবাদিক সোহানা চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। রোববার পরী প্রথম আলোকে বলেন, ‘শীতে শুরু করেছিলাম, গ্রীষ্মে এসে শুটিং শেষ হলো। কোনো কাজ শেষ হলেই কী যে আরাম লাগে। শুটিং শেষ হওয়ার আগমুহূর্ত থেকেই শান্তি শান্তি লাগে।’

করোনা মহামারিতে রীতিমতো মানসিক চাপ নিয়ে শুটিং করতে হয়েছে পরীকে। কখনো কখনো মাঝপথে শুটিং বন্ধ রাখতেও হয়েছে। তিনি বলেন, ‘দ্বিতীয় ধাপের কাজের সময় এফডিসিতে লকডাউনের কবলে পড়েছিলাম আমরা। শুটিং চলছে, হঠাৎ করেই শুটিং বন্ধের নির্দেশ এল। কী আর করা, সাজানো সেট রেখে বাড়ি ফিরতে হলো!’

পরীমনি। ছবি: ইনস্টাগ্রাম

টাঙ্গাইলে শুটিংয়ে যাওয়ার পথে সেদিন কী ঘটেছিল? পরীমনি চট করে ড্রাইভারের কাছে জানতে চান, এখানে কীভাবে এলেন তাঁরা? পরীর চোখেমুখে আতঙ্ক দেখে নতুন চালক নিজেও ঘাবড়ে যান। পরীমনি বলেন, ‘আমার অবস্থা দেখে ড্রাইভারও ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি বললেন “আপা, আপনি ঘুমিয়ে পড়েছিলেন। ভাবলাম আপনাকে একটু ঘুরিয়ে নিয়ে বেড়াই।” হা হা হা।’

সম্প্রতি নতুন একটি গাড়ি কিনেছেন পরীমনি। ছবি: সংগৃহীত

২০২০ সালের ১৩ ডিসেম্বর শুরু হয়েছিল ‘মুখোশ’ ছবির শুটিং। বিরতি দিয়ে দিয়ে প্রায় ছয় মাসের মাথায় শেষ হলো সেই শুটিং। টাঙ্গাইল, গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে হয়েছে ছবিটির শুটিং। ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার শুভ। তিনি বলেন, ‘ঈদুল আজহায় ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছা ছিল। পরে দেখলাম, সম্ভব হবে না। আগামী অক্টোবর–নভেম্বর মুক্তির নতুন পরিকল্পনা করেছি।’

পরীমনি ছাড়াও মুখোশ ছবিতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মোশাররফ করিম, ইরেশ যাকের, প্রাণ রায়, রাশেদ মামুন অপু, ফারুক আহমেদ, রোশান প্রমুখ। ২০১৯–২০২০ অর্থবছরে বাংলাদেশ সরকারের অনুদান পায় ‘মুখোশ’ ছবিটি।