নৃত্য দিবস শুভেচ্ছা জানালেন তারকারা

নাটক ও চলচ্চিত্রে অভিনয় করছেন, এমন অনেক নারী শিল্পীরই জীবনের শুরুটা হয়েছিল নৃত্যের তালিম নেওয়ার মধ্য দিয়ে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের কাজের ক্ষেত্র বদলে যেতে থাকে। কেউ চলচ্চিত্রে অভিনয় করে প্রতিষ্ঠা ও পরিচিতি পেয়েছেন, কেউবা টেলিভিশন নাটকে। তবে আজ বিভিন্ন দিবসে তাঁদের নৃত্যশিল্পীর ভূমিকায় হাজির হতে দেখা যায়। আন্তর্জাতিক নৃত্য দিবসে নাচের বিভিন্ন মুদ্রার স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেছেন দিনটিতে

১ / ৬
আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে চিত্রনায়িকা অঞ্জনা একাধিক পোস্ট করেছেন ফেসবুকে। কোনোটিতে ভিডিও, কোনোটিতে স্থিরচিত্র। তিনি লিখেছেন, ‘১৯৮৭-১৯৮৮ সালে উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন ও শক্তি সামন্ত যখন বাংলাদেশে এসেছিলেন, তখন একটি অনুষ্ঠানে তাঁরা বলেছিলেন, “বাংলাদেশের নৃত্যশিল্পের কথা এলে প্রথমে যার নামটা শুনি, সেই নামটা হলো অঞ্জনা।” এশিয়া মহাদেশীয় ক্ল্যাসিক্যাল নৃত্য প্রতিযোগিতায় একমাত্র আমি বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করে চ্যাম্পিয়ন হয়েছিলাম, যা আজ পর্যন্ত বাংলাদেশ থেকে কেউ অর্জন করতে পারেনি। বাংলাদেশেও একাধিকবার জাতীয় নৃত্য প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছি। তাই আজকের দিনে নিজেকে অনেক সৌভাগ্যবতী মনে হচ্ছে। আজ মনেপ্রাণে স্মরণ করছি তাঁদের, যাঁদের হাতে আমার নৃত্যের তালিম নেওয়া হয়েছে, বিনম্র শ্রদ্ধা জানাই আমার সকল গুরুর প্রতি—তাঁদের পরিশ্রমের ফলেই আমি আজ অঞ্জনা। সবাইকে আন্তর্জাতিক নৃত্য দিবসের শুভেচ্ছা।’
ছবি : সংগৃহীত
২ / ৬
নৃত্যের একটি মুদ্রার স্থিরচিত্র পোস্ট করে মেহবুবা মাহনূর চাঁদনী সবাইকে আন্তর্জাতিক নৃত্য দিবসের শুভেচ্ছা জানিয়েছেন
ছবি : সংগৃহীত
৩ / ৬
নাচের নানা মুদ্রার দুই ডজনের বেশি স্থিরচিত্র পোস্ট করে তারিন লিখেছেন, ‘হ্যাপি ইন্টারন্যাশনাল ড্যান্স ডে। রেসপেক্ট অ্যান্ড লাভ টু অল মাই টিচার্স অ্যান্ড কলিগস।’
ছবি : সংগৃহীত
৪ / ৬
নাচের একটি পরিবেশনার ভিডিও পোস্ট করেছেন নৃত্যশিল্পী সামিনা হোসেন। সেই ভিডিও পোস্ট করে সবাইকে আন্তর্জাতিক নৃত্য দিবসের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘এই নাচ আমার নৃত্যদল “ভাবনা”র বহুল প্রশংসিত পরিবেশনা। নাচটিতে পাতা নাচ ও রায়বেশের ভঙ্গিমা ব্যবহার করা হয়েছে, যার জন্য আমি তরুণ প্রধান ও সুতপা অয়নের প্রতি চিরকৃতজ্ঞ। কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতি আমাকে নাচটি করার সুযোগ করে দেওয়ার জন্য।’
ছবি : সংগৃহীত
৫ / ৬
আশনা হাবিব ভাবনা তাঁর নাচের একটি ভিডিও চিত্র পোস্ট করে লিখেছেন, ‘“আকুল চঞ্চল নাচে সংসার, কুহরে হৃদয় বিহঙ্গ। বিপুল তরঙ্গ রে।” সবাইকে বিশ্ব নৃত্য দিবসের শুভেচ্ছা।’
ছবি : সংগৃহীত
৬ / ৬
ছোট ও বড় বেলার দুটি স্থিরচিত্র পোস্ট করে শ্রাবন্তী লিখেছেন, ‘হ্যাপি ইন্টারন্যাশনাল ড্যান্স ডে।’
ছবি : সংগৃহীত