দুই উপস্থাপকের দেখা হবে সিনেমার বাজারে

দেবাশীষ বিশ্বাস ও  শাহরিয়ার নাজিম জয়
দেবাশীষ বিশ্বাস ও শাহরিয়ার নাজিম জয়

একজনের উপস্থাপনায় অভিজ্ঞতা দুই দশক। আরেকজন তুলনামূলক নতুন হলেও আলোচিত। এই দুজন এবার ভিন্ন পরিচয়ে মুখোমুখি হচ্ছেন। দুজনের পরিচালনায় মুক্তি পাচ্ছে দুটি ছবি। দেবাশীষ বিশ্বাস পরিচালিত শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু মুক্তি পাচ্ছে ২০ মার্চ। একই দিনে শাহরিয়ার নাজিম জয় পরিচালিত আমার মা ছবিটিও মুক্তি পাচ্ছে। 

দুই দশক আগে একুশে টেলিভিশনে ‘পথের প্যাঁচালী’ অনুষ্ঠান উপস্থাপনা করে শোবিজে আসেন দেবাশীষ। তারপর শ্বশুরবাড়ি জিন্দাবাদ পরিচালনা করে পারিবারিক ঐতিহ্যেরও হাল ধরেন তিনি। তাঁর বাবা খ্যাতিমান নির্মাতা দিলীপ বিশ্বাস। তাঁর কাছেই পরিচালনার হাতেখড়ি তাঁর। উপস্থাপনার পাশাপাশি দেবাশীষ পরিচালনাও চালিয়ে যান। গত কয়েক বছরে শুভ বিবাহ, টক-ঝাল-মিষ্টি, ভালোবাসা জিন্দাবাদ ছবিগুলো তাঁর হাত দিয়ে বের হয়।

উপস্থাপকের আগে দুটি পরিচয়ে নাজিম জয়কে দর্শকেরা চিনেছেন। প্রথমে অভিনেতা হিসেবে তিনি শোবিজে জায়গা করেন। ছোট পর্দার পর পরিবারের পথ ধরে যান চলচ্চিত্রে। মামা গাজী মাজহারুল আনোয়ারের ছবিতে জয়ের বড় পর্দায় অভিষেক হয়। তারপর তিনি পরিচালনায়ও অনুশীলন শুরু করেন। অর্পিতা ও প্রার্থনা তাঁর পরিচালনায় মুক্তি পেয়েছে। তবে সম্প্রতি তিনি লোকের নজর কেড়েছেন এটিএন বাংলায় ‘সেন্সর অব হিউমার’ অনুষ্ঠানে তারকাদের সঙ্গে বিতর্কে জড়িয়ে। 
একই দিনে ছবি মুক্তির ঘটনায় দেবাশীষ ও জয় চিন্তিত নন। এমনটাই তাঁরা জানান প্রথম আলোকে। জয় শ্বশুরবাড়ি জিন্দাবাদ টুকে শুভকামনা জানান। একইভাবে দেবাশীষও আমার মাকে শুভকামনা জানান।

নিজের ছবি প্রসঙ্গে জয় বলেন, আমার মা মা ও ছেলের মর্মান্তিক একটা গল্প। এ ছবির সঙ্গে অন্য ছবির তুলনা চলে না। ছবিতে অতিথি শিল্পীর চরিত্রে অভিনয়ও করেছেন জয়। একই ভূমিকায় দেখা যাবে ববিকে। আমার মা ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ডি এ তায়েব ও আনোয়ারা।
দেবাশীষ বলেছেন, শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু পূর্ণাঙ্গ কৌতুক ছবি। তিনি বলেন, ‘বহু বছর পর এ রকম ছবি মুক্তি পাচ্ছে। ছবিতে কৌতুকাভিনেতাদের সবাইকে জড়ো করেছি আমি। হাসির ছবি বলতে যা বোঝায়, আমার ছবি ঠিক তাই,’ জানান দেবাশীষ। ছবির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী ও অপু বিশ্বাস।
ছবিপাড়ায় খোঁজ নিয়ে জানা যায়, শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু ও আমার মা দুটি ছবিই মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে।