ছয় নারীশিল্পীকে নিয়ে বাপ্পার উদ্যোগ

সামিনা চৌধুরী, আলিফ, কনা, এলিটা, কোনাল ও জয়িতাকে নিয়ে অ্যালবামের কাজ শুরু করেছেন বাপ্পা মজুমদারকোলাজ : আমিনুল ইসলাম

পছন্দের ছয় নারী কণ্ঠশিল্পীকে নিয়ে নতুন এক উদ্যোগ গ্রহণ করেছেন শিল্পী বাপ্পা মজুমদার। এতে নিজের প্রীতিভাজন ও শ্রদ্ধাভাজন কয়েকজন নারী শিল্পীর গানের সুর ও সংগীতায়োজন করবেন এই শিল্পী ও সংগীত পরিচালক।

বাপ্পা মজুমদার
ছবি : প্রথম আলো

বাপ্পার পছন্দের এই তালিকায় রয়েছেন শিল্পী সামিনা চৌধুরী, আলিফ আলাউদ্দীন, দিলশাদ নাহার কনা, এলিটা করিম, সোমনূর মনির কোনাল, ফারহিন খান জয়িতা প্রমুখ। এরই মধ্যে এ উদ্যোগের অংশ হিসেবে কনার একটি গান করেছেন বাপ্পা। গানটির শিরোনাম ‘মন ভালো’। গানটির কথা লিখেছেন শাহান কবন্ধ। জানা গেছে, চলছে গানটির ভিডিওর পরিকল্পনা। ভিডিও হয়ে গেলে নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করবেন বাপ্পা মজুমদার।

সামিনা চৌধুরী
ছবি: প্রথম আলো

পর্যায়ক্রমে অন্য শিল্পীদের গানগুলোও একইভাবে ধারণ করে নিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করবেন তিনি। পছন্দের কথা-সুর ও সংগীতায়োজনেই গানগুলো সাজাবেন তিনি। বাপ্পা মজুমদার বলেন, ‘অনেক দিন ধরে আমার পছন্দের এই শিল্পীদের জন্য গান তৈরির পরিকল্পনা করে আসছিলাম। এবার কাজ শুরু করতে পেরে ভালো লাগছে। নতুন কিছু ভাবনা ও পরিকল্পনার বাস্তবায়ন দেখতে পাবেন শ্রোতারা।’

আলিফ আলাউদ্দীন
ছবি : প্রথম আলো

এ উদ্যোগে বাপ্পা নিজের জন্যও নতুন বেশ কিছু গান করছেন। এ বছরই গানগুলো শুনতে পাবেন বাপ্পার ভক্তরা।