এবার জাহিদ হাসান
আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিমের পর এবার সাপলুডু সিনেমায় যুক্ত হলেন জাহিদ হাসান। গত শুক্রবার রাতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমায় ইরফান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।
‘গল্প শুনে ভালো লাগা থেকেই কাজটি করছি। অনেকটা থ্রিলার ধরনের গল্প। চরিত্রটির গল্প শুনে যতটুকু মনে হয়েছে, তাতে কঠোর পরিশ্রম করে কাজটি করতে হবে। একটা ভিন্ন ইমেজে এখানে দেখা যাবে আমাকে।’ চুক্তির বিষয়টি নিশ্চিত করে এ কথাই বললেন জাহিদ হাসান।
যে এলাকাকে ঘিরে সিনেমার গল্প, ওই এলাকার সত্যিকারের একজন দেশপ্রেমী রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করবেন তিনি।
জাহিদ হাসানকে নেওয়া প্রসঙ্গে সিনেমাটির পরিচালক গোলাম সোহরাব দোদুল বলেন, ‘জাহিদ ভাইয়ের অভিনয়–দক্ষতা, তাঁর সহজ-সরল লুক থেকেই এই চরিত্রে বেছে নেওয়া হয়েছে তাঁকে। কমেডি ধাঁচের অভিনয়ে দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয় তিনি। কিন্তু সিরিয়াস চরিত্রেও তিনি ভালো করার ক্ষমতা রাখেন। আগে এ ধরনের চরিত্রে কেউ তাঁকে ব্যবহার করেননি।’
কবে থেকে সিনেমার শুটিং শুরু হবে, জানতে চাইলে পরিচালক বলেন, ২২ অক্টোবর থেকে মানিকগঞ্জের লোকেশনে শুটিং শুরু হওয়ার কথা আছে। সাপলুডু সিনেমার গল্প ও চিত্রনাট্যও দোদুলের।