একক অ্যালবাম নিয়ে ব্যস্ত এলিটা
‘আমি এখন নিজের একক অ্যালবামের কথাই চিন্তা করছি। বেশির ভাগ সময়ই নতুন অ্যালবামের কাজে ব্যয় করছি। বর্তমানে গান বাছাইয়ের কাজ চলছে। এটা আমার প্রথম একক অ্যালবাম তো, তাই একটু চিন্তাভাবনা করেই প্রকাশ করতে চাচ্ছি। আশা করছি, নতুন বছরেই অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারব।’ বলছিলেন গায়িকা এলিটা। এর আগে বিভিন্ন মিশ্র অ্যালবামে গান করলেও এটাই হচ্ছে এলিটার প্রথম একক অ্যালবাম। তাই প্রস্তুতিটাও নিচ্ছেন ভালো করে। একক অ্যালবামের বাইরেও নিজের ব্যান্ডদল রিটেকের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এলিটা। বর্তমানে তাঁরা স্টেজ শো, কনসার্ট এবং টেলিভিশনের বেশ কটি সরাসরি অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। খুব শিগগিরই বেশ কয়েকটা নতুন ব্যান্ডদল নিয়ে একটি মিশ্র অ্যালবাম বের হবে। ওই অ্যালবামে রিটেক ব্যান্ডের একটি গান থাকবে বলে জানান তিনি।গান করার বাইরেও সম্প্রতি এলিটা নাম লিখিয়েছেন অভিনয়ে। ‘মুকিম ব্রাদার্স’ নামে একটি ধারাবাহিকে এলিটার চরিত্রের নাম দ্যুতি। প্রায় চার বছর আগে অবশ্য কৌশিক শংকর দাশের এক ঘণ্টার নাটকে খুব অল্প সময়ের উপস্থিতি ছিল এলিটার। মুকিম ব্রাদার্স নাটকটিতে দ্বিতীয়বারের মতো অভিনয় করা হলেও এটিকে এক অর্থে প্রথমই বলতে চাচ্ছেন তিনি। ধারাবাহিক নাটকটিতে কাজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এলিটা বলেন, ‘অভিজ্ঞতাটা একেবারেই অন্য রকম। খুব ভালো লেগেছে। অবশ্য শুটিং শুরুর প্রথম দিকে বেশ নার্ভাস ছিলাম। আমি তো সাধারণত গান করি। সে জায়গা থেকে নাটকটিতে কাজ করতে গিয়ে বেশ পরিশ্রম করতে হয়েছে। শুটিং করতে গিয়ে মনেই হয়নি নাটকে আমি নতুন। ইউনিটে উপস্থিত সবাই এতটা আপন করে নিয়েছিল যে কীভাবে শুটিং শেষ হয়েছে, সেটা বুঝতেই পারিনি। পরিচালক থেকে শুরু করে কলাকুশলী সবারই কাছ থেকে ভালো সহযোগিতা পেয়েছি।’