এক নজরে ৬০তম ফিল্মফেয়ার পুরস্কার
ছবি: কুইন
পরিচালক: বিকাশ বহেল (কুইন)
নায়ক: শহীদ কাপুর (হায়দার)
নায়িকা: কঙ্গনা রনৌত (কুইন)
সহনায়ক: কে কে মেনন (হায়দার)
সহনায়িকা: টাবু (হায়দার)
নবাগত (পুরুষ): ফাওয়াদ আফজাল খান (খুবসুরত)
নবাগত (নারী): কীর্তি শ্যানন (হিরোপান্তি)
সংগীত পরিচালক: শঙ্কর-এহসান-লয় (টু স্টেটস)
গীতিকার: রেশমি সিং (‘মুসকারানে কি ওয়াজাহ’—সিটি লাইটস)
সংগীতশিল্পী (পুরুষ): অঙ্কিত তিওয়ারি (‘গলিয়াঁ’—এক ভিলেন)
সংগীতশিল্পী (নারী): কনিকা কাপুর (‘বেবি ডল’—রাগিণী এমএমএস টু)
আজীবন সম্মাননা:
কামিনী কৌশল
সমালোচক পুরস্কার
ছবি: আঁখো দেখি
নায়ক: সঞ্জয় মিশ্র (আঁখো দেখি)
নায়িকা: আলিয়া ভাট (হাইওয়ে)
কাহিনি: রজত কাপুর (আঁখো দেখি)
চিত্রনাট্য: রাজকুমার হিরানি ও অভিজিৎ যোশি (পিকে)
সংলাপ: রাজকুমার হিরানি ও অভিজিৎ যোশি (পিকে)
সম্পাদনা: অভিজিৎ কোকাটে ও অনুরাগ ক্যাশপ (কুইন)
কোরিওগ্রাফি: আহমেদ খান (‘জুম্মে কি রাত’—কিক)
চিত্রগ্রাহক: ববি সিং ও সিদ্ধার্থ দিওয়ান (কুইন)
প্রোডাকশন ডিজাইন: সুব্রত চক্রবর্তী ও অমিত রায় (হায়দার)
শব্দগ্রাহক: অনিল কুমার ও প্রবাল প্রধান (মারদানি)
পোশাক: ডলি আহলুওয়ালিয়া (হায়দার)
আবহ সংগীত: অমিত ত্রিবেদি (কুইন)
অ্যাকশন: শ্যাম কুশল (গুন্ডে)
বিশেষ পুরস্কার
নবাগত পরিচালক: অভিষেক বর্মণ (টু স্টেটস)