ঈদের আগ পর্যন্ত প্রেক্ষাগৃহে চলবে পুরোনো ছবি

ফাগুন হাওয়ায় ছবির পোস্টার ও ইন্সপেক্টর নটি কে ছবির পোস্টার
ফাগুন হাওয়ায় ছবির পোস্টার ও ইন্সপেক্টর নটি কে ছবির পোস্টার

এখন দেশে ১৭০ থেকে ১৭৫টি সিনেমা হল নিয়মিত খোলা থাকে। ঈদ উৎসবে এর সংখ্যা দাঁড়ায় প্রায় ৩০০। কিন্তু রমজান মাসে চালু হলের সংখ্যা প্রায় অর্ধেক কমে যায়। এ সময়ে নতুন কোনো ছবি মুক্তি পায় না। পুরোনো ছবি দিয়েই হলগুলো কোনোমতে চলে। এরই মধ্যে ঢাকার বড় হল বলাকা ও মধুমিতা বন্ধ হয়ে গেছে। প্রথম রমজান থেকে দেশের অর্ধেকের বেশি হল বন্ধ হয়ে যাবে।

প্রদর্শক সমিতির উপদেষ্টা মিঞা আলাউদ্দিন জানান, রোজার প্রথম দিন থেকে ঢাকাসহ দেশের শতাধিক হল বন্ধ থাকবে। তিনি বলেন, ‘এমনিতেই সারা বছর সিনেমা হলে খুব একটা দর্শক আসেন না। রোজার মাসে দর্শক আরও কমে। এ কারণেই হলগুলো বন্ধ করা হচ্ছে।’ মিঞা আলাউদ্দিনের হল ঢাকার আড়াইহাজারের সাথী সিনেমা হলও বন্ধ থাকবে আগামী মাসে।

রোজার মাসে জেলা শহরগুলোতে ৫০ থেকে ৬০টি হল খোলা থাকতে পারে মনে করেন এই হলমালিক। মিঞা আলাউদ্দিন বলেন, ‘রোজার মাসে তো দর্শক একেবারেই কম। এই মাসে পুরোনো ছবি নিয়ে কিছু হল খোলা থাকে। বিদ্যুৎ বিল ও কর্মচারীদের ইফতারির খরচ উঠলেই হল চালু রাখা হয়। এই মাসে হল থেকে মালিক কোনো টাকা নেন না। শুধু হলটা চালু রাখার খরচটা উঠলেই হয়।’

খোঁজ নিয়ে জানা গেছে, দেশের বিভাগীয় শহরে বড় বড় হলগুলো প্রথম রমজান থেকে বন্ধ হয়ে যাবে। দুই সপ্তাহ ধরে কোনো নতুন ছবি মুক্তি না পাওয়াতে এই সব হল পুরোনো ছবি দিয়ে চলছে। খুলনা শঙ্খ সিনেমা হলে চলছে জিৎ ও নুসরাত ফারিয়া অভিনীত ইন্সপেক্টর নটি কে ছবিটি। পুরো রমজান বন্ধ থাকবে হলটি। হলের মালিক সেলিম গাজী বলেন, ‘ভালো সিনেমার অভাবে সারা বছর লোকসানের মধ্যে। রোজার মাসে দর্শক আরও কম হবে। এ কারণে হল বন্ধ রাখব।’

চট্টগ্রাম আলমাস হলে চলছে পুরোনো ছবি জোর করে ভালোবাসা যায় না। শঙ্খ হলের কর্তৃপক্ষের মতো একই সিদ্ধান্তের কথা জানালেন এই হলের ব্যবস্থাপক এ সাবের। তিনি বলেন, ‘রোজার প্রথম দিন থেকেই হল বন্ধ থাকবে। ঈদের ছবি ওঠানোর আগে হলটি একটু পরিষ্কার-পরিচ্ছন্ন করে নেব।’

যশোর মণিহারে চলছে ফাগুন হাওয়ায় ছবিটি। হলের ব্যবস্থাপক তোফাজ্জেল হোসেনও জানালেন, রোজার মাস হল বন্ধ থাকবে।

এদিকে ঢাকার অভিসার হল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের আগ পর্যন্ত চলার মতো কিছু দর্শক এলেই হল খোলা থাকবে। হলটিতে এখন চলছে শাকিব খান অভিনীত ডন নম্বর ওয়ান।

প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ জানান, ঢাকায় নিউ গুলশান ২ সিনেমা হলটিও রোজার মধ্যে পুরোনো ছবি দিয়ে খোলা থাকবে।