আফগানিস্তানে কী করছিলেন অনন্ত জলিল?
শৌখিন নায়ক ও পুরোদস্তুর ব্যবসায়ী অনন্ত জলিলের নতুন সিনেমা ‘দিন-দ্য ডে’ প্রেক্ষাগৃহে আসছে এ বছরের নভেম্বরে। সামনের জুন ও জুলাইয়ে ইরান আর তুরস্কে শুটিং করলেই সিনেমার পুরো কাজ শেষ হয়ে যাবে বলে জানান অনন্ত। আজ বুধবার দুপুরে প্রথম আলোকে এমন তথ্য জানান ছবির একাংশের প্রযোজক ও নায়ক অনন্ত।
এরই মধ্যে অনন্ত আফগানিস্তানে শুটিংয়ের একটি স্থিরচিত্র ফেসবুকে প্রকাশ করেছেন। গায়ে চাদর জড়ানো, চোখে রোদচশমা আর রোমান্টিক ভঙ্গির অনন্তর এই লুকের জন্য তিনি প্রশংসা পাচ্ছেন। অনন্ত বলেন, ‘আমার এই স্থিরচিত্রটি আফগানিস্তানে শুটিংয়ের সময়কার। নতুন এই লুক ভক্তরা কীভাবে গ্রহণ করেন, তা দেখতেই ফেসবুকে পোস্ট করেছি।’
অনন্ত জলিলের সর্বশেষ চলচ্চিত্র ‘মোস্ট ওয়েলকাম টু’ মুক্তি পায় ২০১৪ সালে। এরপর আরও দুটি সিনেমা তৈরির খবর দেন আলোচিত এই চিত্রনায়ক। ছবির অভিনয়শিল্পী বাছাইয়ের জন্য অনন্ত একটি রিয়ালিটি শোয়ের আয়োজনও করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই ছবি দুটি নির্মাণের কোনো খবর পাওয়া যায়নি। হঠাৎ করেই জানা যায়, ‘দিন—দ্য ডে’ নামের ছবিটি নিয়ে বিরতি ভাঙতে যাচ্ছেন তিনি।
অনন্ত বলেন, ‘আমাদের এখন পর্যন্ত ইচ্ছে, নভেম্বরে ছবিটি মুক্তি দেওয়ার। সেভাবেই শুটিংয়ের সব পরিকল্পনা করা হয়েছে। সেভাবেই এগোচ্ছি। আমার ভক্তরা যাঁরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, তাঁরা এই ছবির মাধ্যমে আবার নড়েচড়ে বসবেন। চমক নিয়ে হাজির হচ্ছি।’
‘দিন—দ্য ডে’ ছবির শুটিংয়ের ফাঁকে এর আগেও কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করে অনন্ত জলিলের চরিত্র সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছেন পরিচালক মুর্তজা অতাশ জমজম। সেই স্থিরচিত্রে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাকে, মারপিটের মুডে। কিন্তু এবার পুরোপুরি উল্টো, একেবারে রোমান্টিক লুকে!
‘দিন–দ্য ডে’ ছবির জন্য অনন্ত পরিশ্রম করছেন। সাধারণত, চলচ্চিত্রে মারপিটের দৃশ্যে অভিনয় করেন স্টান্টম্যানরা। দেশের খুব কম নায়কই আছেন, ঝুঁকিপূর্ণ দৃশ্যে নিজেরাই অভিনয় করেন। চিত্রনায়ক অনন্ত বরাবরই ঝুঁকিপূর্ণ দৃশ্যে নিজেই অভিনয় করেন। এই ছবির ক্ষেত্রেও তাঁর ব্যতিক্রম হয়নি। অনন্ত বলেন, ‘স্টান্টম্যান ব্যবহার করা আমার পছন্দ না। আমি মনে করি, শুটিংয়ে ঝুঁকিপূর্ণ দৃশ্যে নিজে যখন অভিনয় করব, তখন দৃশ্যের সঙ্গে একাত্ম হতে পারব। তাই আমি নিজেই এই ধরনের দৃশ্যে অভিনয় করি। এই ছবিরই একটি ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করতে গিয়ে তো আহতও হয়েছিলাম।’
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার এই ছবির বাংলাদেশ অংশের প্রযোজকও অনন্ত জলিল। ছবিতে অনন্ত জলিলের নায়িকা বর্ষা।