আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ২৩তম মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২১ অনুষ্ঠানটি। এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রচারিত হবে এই আয়োজনের অন্যতম অংশ লালগালিচা পর্ব। লালগালিচা পর্বটি সঞ্চালনা করেন রুম্মান রশীদ খান।
গত ২৭ মে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হয় ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২১’ অনুষ্ঠানটি।
চিত্রনায়ক ফেরদৌস ও রিয়াজের সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠান ছিল নানা পরিবেশনায় সাজানো। তাঁদের সঙ্গে ছিলেন নুসরাত ফারিয়া।
এবারের আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল দুই কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীনকে আজীবন সম্মাননা প্রদান করা।
তাঁদের হাতে পুরস্কার তুলে দেন আরেক কিংবদন্তি সংগীতশিল্পী ফেরদৌসী রহমান। এ ছাড়া অনুষ্ঠানে ২০২১ সালের নাটক, চলচ্চিত্র, গান ও ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত কাজের জন্য দেওয়া হয় নানা বিভাগে তারকাদের পুরস্কার।
পুরস্কারের ফাঁকে ফাঁকে উল্লেখযোগ্য পারফরম্যান্সে অংশ নেন সিয়াম, মিম, আফরান নিশো, মেহজাবীন, তানজিন তিশা, সাবিলা নূরসহ অনেকেই। জমকালো অনুষ্ঠানটি উপভোগ করুন আজ মাছরাঙা টেলিভিশনে।