অ্যাডেল কেন কাঁদলেন

অ্যাডেল

ডুকরে কাঁদছেন সদাহাস্য অ্যাডেল। এমন অ্যাডেলকে আগে দেখেননি ভক্তরা। বারবার আটকে যাচ্ছে কথা, ভারী হয়ে আসছে গলা। দুঃখ ভারাক্রান্ত অ্যাডেল ক্ষমাও চাইলেন। কেন?
অ্যাডেলের কান্নার কারণ মূলত করোনা। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলছিল তাঁর কনসার্টের প্রস্তুতি। অ্যাডেলের ধারাবাহিক ২৪টি কনসার্টের প্রথমটি সিজারস প্যালেস হোটেলের কলোসিয়াম থিয়েটারে হওয়ার কথা ছিল শুক্রবার। আগামী এপ্রিল পর্যন্ত সপ্তাহে দুটি করে অনুষ্ঠানে গাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। গত নভেম্বরে এই ঘোষণা দেন তিনি। থিয়েটারটিতে রয়েছে ৪ হাজার ৩০০ আসন। দিন–তারিখ ঠিক করা কনসার্ট করোনার কারণে পিছিয়ে গেল। এই খবর জানাতে এসেই ভেঙে পড়েন তিনি। তাঁর সংগীত দলের অনেক সদস্য করোনায় আক্রান্ত হওয়ায় প্রথম অনুষ্ঠান শুরুর মাত্র ২৪ ঘণ্টা আগে সিদ্ধান্তটি নিলেন ৩৩ বছর বয়সী এই গায়িকা।

টানা ৩০ ঘণ্টা ঘুমাননি অ্যাডেল। এমনটা জানিয়ে অ্যাডেলের আক্ষেপ, সমাধান সম্ভব হয়নি। হাতে সময় নেই! ভক্তদের যাঁরা ইতিমধ্যে লাস ভেগাসে চলে এসেছেন, তাঁদের কাছে ক্ষমা চেয়েছেন গ্র্যামিজয়ী এই তারকা, 'আমি দুঃখিত। জানি, এটা শেষ মুহূর্ত। আমি খুব মর্মাহত এবং সত্যিই বিব্রত। যাঁরা অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছেন, তাঁদের কাছে আমি দুঃখিত।'

অ্যাডেল

ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশে ভিডিও বার্তায় অ্যাডেল বলেন, 'আমি দুঃখিত, কনসার্টের পুরো প্রস্তুতি এখনো সম্পন্ন হয়নি। তার আগেই আমার সহযাত্রীদের অর্ধেকই করোনায় আক্রান্ত। তাদের বাদ দিয়ে অনুষ্ঠান করা অসম্ভব। এখন যে অবস্থায় আছি, তাতে সংগীত পরিবেশন করা যাবে না। এ কারণে ভেঙে পড়েছি।' জানা গেছে, কনসার্টের টিকিটের মূল্য ধরা হয় ৮৫ থেকে ৬৮৫ মার্কিন ডলার। সবকিছু ঠিকঠাক থাকলে প্রতিটি অনুষ্ঠানের সুবাদে তার ব্যাংকে ঢুকত ৭ লাখ ডলারের বেশি।

২০১৭ সালেও একবার কণ্ঠনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে নির্ধারিত দুটি কনসার্ট বাতিল করতে বাধ্য হন অ্যাডেল। তবে অ্যাডেলের এই সিদ্ধান্তে হতাশ হলেও তাঁকে সমর্থন জানিয়েছেন ভক্তরা। ভক্তদের মতে, এটি সঠিক সিদ্ধান্ত। তবে বিমানের টিকিট ও হোটেল বুকিংয়ে হাজার হাজার ডলার গচ্চা যাওয়ায় কেউ কেউ খেপেছেনও। মাত্র ২৪ ঘণ্টা আগে এমন সিদ্ধান্ত! তাঁদের মন্তব্য, আরেকটু আগে এমন সিদ্ধান্ত নিলে ভালো করতেন অ্যাডেল। যদিও অ্যাডেল আশ্বস্ত করেছেন, কনসার্টের নতুন দিনক্ষণ সাজাচ্ছেন তিনি। বললেন, 'আমি লাস ভেগাসে কনসার্ট করবই। আগের মতোই সাজাব। সবকিছু ঠিকঠাক হোক।'
গত অক্টোবরে বাজারে আসে অ্যাডেলের চতুর্থ একক অ্যালবাম থার্টি। সারা বিশ্বে এটি তুমুল সাড়া ফেলেছে। এমন অভাবনীয় সাফল্যে অনুপ্রাণিত হয়েই পাঁচ বছর পর লাইভ কনসার্টে ফিরতে যাচ্ছিলেন অ্যাডেল।