২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

মস্কো চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কারও জিতল ‘আদিম’

৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার সিলভার সেন্ট জর্জ অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের সিনেমা ‘আদিম’। মস্কো চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে এ তথ্য জানানো হয়। মস্কো থেকে পুরস্কারপ্রাপ্তির কথা প্রথম আলোকে নিশ্চিত করেছেন ছবির নির্মাতা যুবরাজ শামীম। তিনি বলেন, ‘পুরো বিষয়টা অবিশ্বাস্য লাগছে। যখন আমার নাম ঘোষণা করা হয়, ইজ ইট রিয়েল বলে চিৎকার করে উঠেছিলাম। এখনো স্বাভাবিক হতে পারিনি। উৎসবের আয়োজক, বিচারক, সাংবাদিক সবাই আমাকে অভিনন্দন জানাতে থাকেন। পুরো বিষয়টি পরাবাস্তবের মতো মনে হচ্ছিল। ফিরতি ফ্লাইটের তাড়া থাকায় আয়োজকেরা অনেকটা জোর করেই আমাকে গাড়িতে উঠিয়ে দেন।’

পুরস্কার হাতে যুবরাজ শামীম
ছবি : সংগৃহীত

৪৪তম মস্কো চলচ্চিত্র উৎসবে সেরা ছবি হয়েছে ইরানের ‘নো প্রায়র অ্যাপয়েন্টমেন্ট’।
এর আগে শুক্রবার আরও একটি পুরস্কার জেতে আদিম। পায় নেটপ্যাক জুরি পুরস্কার। বাংলাদেশ সময় বিকেলে পরিচালক যুবরাজ শামীমের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। তখন প্রথম আলোকে পরিচালক বলেছিলেন, ‘ভীষণ সম্মানিত বোধ করছি। আজ সকালেই আয়োজকেরা আমাকে পুরস্কার পাওয়ার কথা জানান। কিন্তু পুরস্কার প্রদান অনুষ্ঠান হওয়ার আগে খবরটি গোপন রাখতে বলেন। সব মিলিয়ে আমি ঘোরের মধ্যে আছি।’
‘আদিম’ যুবরাজ শামীমের প্রথম সিনেমা। চলতি বছরের মস্কো উৎসবে ছবিটি প্রতিদ্বন্দ্বিতা করছে উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে।
পরিচালক জানান, মস্কোর স্থানীয় সময় ১টা ৩০ মিনিটে দেশে ফেরার ফ্লাইট ধরবেন তিনি। আজ দেশে পৌঁছার কথা।

ভেনিস চলচ্চিত্র উৎসবেও শর্টলিস্টে ছিল ‘আদিম’

২০১৭ সালের জুলাই থেকে সিনেমা নির্মাণের প্রস্তুতি শুরু করেন পরিচালক। সিনেমার অর্থায়নের জন্য ফেসবুকে শেয়ার বিক্রির পোস্ট দেন। কিছু অর্থ জোগাড় হওয়ার পর ২০১৮ সালে শুরু হয় শুটিং। পোস্ট প্রোডাকশন শেষে চলতি বছর বিভিন্ন উৎসবে ছবিটি পাঠাতে থাকেন পরিচালক। এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবেও শর্ট লিস্টে ছিল ‘আদিম’। তবে শেষ পর্যন্ত মনোনয়ন পায়নি।

গত আগস্টে সুখবর পান যুবরাজ—তাঁর ছবি নির্বাচিত হয়েছে মস্কো উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে। উৎসবে অংশ নিতে গত ২৭ আগস্ট ঢাকা ছাড়েন যুবরাজ। ৩০ আগস্ট মস্কোতে হয় ‘আদিম’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার।

যুবরাজ শামীম
ছবি: তানভীর আহম্মেদ
আরও পড়ুন
আরও পড়ুন