‘ওখানে ভালো মানুষ নষ্ট হয়ে যায়, নষ্ট মানুষ হয় পিশাচ’

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী তমা মির্জা, তটিনীদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
‘দাগি’র নতুন পোস্টার ভাগাভাগি করে অভিনেত্রী তমা মির্জা লিখেছেন, ‘জেল একটা জাহান্নাম, ওখানে ভালো মানুষ নষ্ট হয়ে যায়। নষ্ট মানুষ হয় পিশাচ। “দাগি”র সঙ্গে দেখা হবে এই ঈদুল ফিতর ২০২৫-এ।’
ছবি: ফেসবুক
২ / ৫
চোখের সামনে বড় হয়ে সন্তানেরা এখন নাটক-সিনেমায় নাম লেখাচ্ছেন। সন্তানের সঙ্গে ছবি পোস্ট অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, ‘একটা সময় দোলনাটা বড় হয়ে যায়, কোলটাও উল্টো হয়। জীবন বড় বিচিত্র।’
ছবি: ফেসবুক
৩ / ৫
ঈদ নাটক নিয়ে ব্যস্ত সময় কাটছে অভিনেত্রী তানজিন সাইয়ারা তটিনীর। তিনি ফেসবুকে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘তুমি আমার একমাত্র তুমি!’
ছবি: ফেসবুক
৪ / ৫
খল অভিনেতা মিশা সওদাগর লিখেছেন, ‘অনেক ভালো কাজই আপনার পছন্দ হলেও আপনি করতে পারবেন না। এর জন্য হতাশ হওয়ার কিছু নেই। নিশ্চয়ই এর চেয়ে ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। ধৈর্য ধারণ করুন। স্রষ্টার ওপর অবিচল বিশ্বাস রাখুন।’
ছবি: ফেসবুক
৫ / ৫
উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আরজে কিবরিয়া এবং “জংলি”র কাছে আমি জিম্মি।’ তাঁরা সিনেমাটি নিয়ে সম্প্রতি আড্ডায় মেতে উঠেছিলেন।
ছবি: ফেসবুক