পপি, যেখানেই থাকিস ভালো থাকবি...

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকারা ব্যক্তিগত মতামত প্রকাশ করেন। উঠে আসে তারকাদের মনের কথা। এসব পোস্টে কেউ মনের অব্যক্ত ভাব প্রকাশ করেন, কেউ ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন দেশের সাম্প্রতিক ঘটনা ও নানা অভিজ্ঞতার কথা। একনজরে দেখে নিতে পারেন তারকাদের মনের কথা...
১ / ৫
বেশ কয়েক বছর ধরে লোকচক্ষুর অন্তরালে আছেন একসময়ের জনপ্রিয় নায়িকা পপি। চলচ্চিত্রশিল্পের পরিচিতজনদের সঙ্গেও তাঁর কোনো যোগাযোগ নেই। চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে পপির একটা পারিবারিক সম্পর্কও আছে। সেই সম্পর্কের সূত্রে চিত্রনায়ক ওমর সানিকে দুলাভাই সম্বোধন করেন পপি। আজ পপির জন্মদিনে ওমর সানি একটি স্থিরচিত্র পোস্ট করে ফেসবুকে লিখেছেন, ‘শুভ জন্মদিন পপি, যেখানেই থাকিস, ভালো থাকবি—আমার পরিবারের একজন। শুধুই দোয়া। শুভ জন্মদিন পপি।’
২ / ৫
অভিনয়শিল্পী গোলাম ফরিদা ছন্দা ও বন্যা মির্জার মধ্যে রয়েছে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ছন্দা দেশে থাকলেও বন্যা মির্জা এখন বছরের বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রে থাকেন। সম্প্রতি বেড়ানো শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ছন্দা। এদিকে আজ বন্যা মির্জার জন্মদিন। তাই বন্ধু বন্যা মির্জার জন্মদিন উপলক্ষে আজ ফেসবুকে দুজনের কয়েকটি স্থিরচিত্র পোস্ট করে ছন্দা লিখেছেন, ‘আজ চলে এলাম দেশে আর তখনই তোর জন্মদিন হতে হলো, না! কত দিন পর কোন দূর দেশে দেখা হলো দুজনের! শুভ জন্মদিন বন্ধু। অনেক ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা আর আদর থাকল। ভালো থাকিস সব সময়। একা থাকিস যেহেতু, নিজের যত্ন নিস। দেখা হবে আবার।’
৩ / ৫
চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ মুক্তির অপেক্ষায়। অক্টোবরে ছবিটি মুক্তির সম্ভাবনার কথা জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। এরই মধ্যে ছবিটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা পড়েছে। ছবির কাজের বাইরে ফেসবুকে বিভিন্ন ধরনের মন্তব্য করেও আলোচনায় থাকেন এই পরিচালক। আজ নিজের এই স্থিরচিত্র পোস্ট করে মামুন লিখেছেন, ‘নিজে সফলতা না পেয়ে জেদ ও ক্ষোভে অনেকেই ভালোবাসা ভুলে গেছে। কিন্তু ভালোবাসা, বন্ধুত্ব খুব গুরুত্বপূর্ণ।’
৪ / ৫
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন রাফা নানজিবা তোরসার জন্মদিন ছিল গতকাল সোমবার। দিনটিতে বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। চট্টগ্রামে থাকা মা–ও এদিন ঢাকায় ছুটে আসেন। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তোরসা লিখেছেন, ‘আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই দুর্দান্ত। যাঁরা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের সবাইকে অন্তস্তল থেকে কৃতজ্ঞতা। আপনারা সত্যিই নিজেদের ছাড়িয়ে গেছেন। অন্য প্রেক্ষাপটে বলতে চাই, বদলা নয়, আসুন বদলানোতে ফোকাস করি।
৫ / ৫
গায়ক ও সংগীত পরিচালক শাহরিয়ার রাফাত তাঁর ফেসবুকে লিখেছেন, ‘শিল্পীদের মন যেমন উদার, তেমন নরম। শিল্পীদের বুঝতে পারবেন তাদের কথা, চলা ও ভাবনায়। স্রোতে গা ভাসানো আর নিজের ব্যক্তিত্ব নিয়ে চলা দুইটা দুই ভিন্নমত। দেশের যেকোনো কিছুতে সবার আগে প্রভাব পড়ে বিনোদন সেক্টরে। বুকে কষ্ট চেপে রেখে সবার সামনে হাসিমুখে দাঁড়িয়ে সবাইকে যারা সার্ভিস দিয়ে যায়, তাদের নাম শিল্পী। যদি সত্যি বলি, এরা একেকজন অনেক বড় যোদ্ধা। তারা ভালোবাসে এই শিল্পকে। দেশের এই সময়ে সালাম জানাই যুদ্ধ করে যাওয়া সমস্ত শিল্পীদের, তারা যুদ্ধ করবেই। কারণ, তারা ভালোবাসে এই শিল্পকে, বেঁচে থাকে এই শিল্প নিয়ে।’