‘হারানো বিকেলের গল্প’, ‘একদিন ঘুম ভাঙা শহরে’, ‘হৃদয়...কাদামাটির কোনো মূর্তি নয়’, ‘আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে’, ‘যতীন স্যারের ক্লাসে’, ‘প্রেম প্রেমের মতো’, ‘সময় যেন কাটে না’সহ অনেক জনপ্রিয় গানের কথা যিনি লিখেছেন, তিনি শহীদ মাহমুদ জঙ্গী। এই গীতিকার তাঁর ফেসবুকে লিখেছেন, ‘গতকাল থেকে সবাই ইনবক্সে পাঠাচ্ছে সম্মিলিতভাবে গাওয়া “আজ যে শিশু” গানের ভিডিও। পিলু খান জানাল, গানটি আবার ভাইরাল হয়েছে। আগেও একই অবস্থা দেখেছি, তবে এবার মনে হয় আরও বেশি হলো।’ একই পোস্টে পৃথিবীর সব শিশু বিপদমুক্ত থাকার আহ্বান জানিয়ে এই গীতিকার লিখেছেন, ‘আমাদের দেশে বেশ কয়েকটি অটিজম ফাউন্ডেশন আছে—যারা বাচ্চাদের স্কুল পরিচালনা করে, এ ধরনের স্কুলে যাওয়ার সুযোগ হয়েছে। স্কুলের শিশুরা যখন প্রাণ খুলে এই গান গায়, তখন চোখ ভিজে আসে। মনে হয়, এই গান লেখা জীবনের শ্রেষ্ঠ অর্জন। পৃথিবীর সকল শিশু বিপদমুক্ত থাকুক। আনন্দে থাকুক, ভালো থাকুক।’