দাবি নিয়ে না দাঁড়াই, আগে দেশ বাঁচাই
‘নির্লজ্জের মতো এখনই সব দাবি নিয়ে না দাঁড়াই, আগে দেশ বাঁচাই, এ রকম বন্যা দেখে নাই বাংলাদেশ। অন্যকে দাঁড়াতে না বলে নিজে দাঁড়ান। প্যানিক করবেন না, সরকারকে সাহায্য করেন।’ , এক ফেসবুক পোস্টে লিখেছেন ‘আয়নাবাজি’ নির্মাতা নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।
দেশের আট জেলা কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া বন্যাকবলিত হয়ে পড়েছে। এখন পর্যন্ত দুই জনের মৃত্যু খবর পাওয়া গেছে।
বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন নির্মাতা, শিল্পীরা। সংগীতশিল্পী আসিফ লিখেছেন, ‘বন্যা অ্যালার্ট। উজানের পানি স্বাগতম, পলিমাটি আমাদের। হাতে হাত রেখে ষড়যন্ত্রের বন্যা মোকাবিলা করব। ইনশা আল্লাহ।’
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘ফেনী, নোয়াখালীসহ অন্যান্য বন্যাকবলিত এলাকার জন্য প্রার্থনা রইল। আসুন সবাই নিজ নিজ জায়গা থেকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই।’
বন্যা পরিস্থিতির কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে চিত্রনায়িকা বুবলী লিখেছেন, ‘বাংলাদেশের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুরসহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে, লাখ লাখ মানুষ এবং অবলা প্রাণীরা বিপদগ্রস্ত। যাঁর যাঁর সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন।’
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্র আজ বৃহস্পতিবার দুপুরে জানিয়েছে, বন্যায় দেশের ৮ জেলার ৩৫৭টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ৪ লাখ ৪০ হাজার ৮৪০টি পরিবার। মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২৯ লাখ ৪ হাজার ৯৬৪।