২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

পর্দা নামল ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের, স্বর্ণপাম জিতল ‘ট্রায়াঙ্গল অব স্যাডনেস’

শনিবার রাতে ঘোষণা হয় প্রতিযোগিতা বিভাগসহ বিভিন্ন বিভাগে পুরস্কারজয়ীদের নাম।
ছবি: এএফপি

পর্দা নামল কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের। শনিবার রাতে ঘোষণা হয় প্রতিযোগিতা বিভাগসহ বিভিন্ন বিভাগে পুরস্কারজয়ীদের নাম। এবারের আসরের পাম দর বা স্বর্ণপাম জিতেছে সুইডেনের ছবি ‘ট্রায়াঙ্গল অব স্যাডনেস’। পরিচালক রুবেন অস্টলান্ডের হাতে পুরস্কার তুলে দেন ফরাসি অভিনেতা ভাসোঁ লাদোঁ ও মেক্সিকান পরিচালক আলফনসো কুয়ারন। এ নিয়ে দ্বিতীয়বার স্বর্ণপাম জিতলেন রুবেন। ২০১৭ সালে ‘দ্য স্কয়ার’-এর জন্য আগের পুরস্কারটি পেয়েছিলেন। সেরা নির্মাতার পুরস্কার জিতে নিয়েছেন দক্ষিণ কোরিয়ার পরিচালক পার্ক চান-উক।

স্বর্ণপাম পেলেন পরিচালক রুবেন অস্টলান্ড
ছবি: এএফপি

‘ব্রোকার’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন কোরিয়ান অভিনেতা সং কাং–হো। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জার আমির ইব্রাহিমি। ইরানি ছবি ‘হলি স্পাইডার’-এ অভিনয়ের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। এ ছাড়া স্বল্পদৈর্ঘ্য বিভাগে সেরা হয়েছে ‘দ্য ওয়াটার মারমার্স’।

‘ব্রোকার’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন কোরিয়ান অভিনেতা সং কাং– হো
ছবি: রয়টার্স

একনজরে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে বিজয়ীদের তালিকা

মূল প্রতিযোগিতা বিভাগ
স্বর্ণপাম: ট্রায়াঙ্গেল অব স্যাডনেস, রুবেন অস্টলান্ড (সুইডেন)
গ্রাঁ প্রিঁ (যৌথভাবে): স্টারস অ্যাট নুন, ক্লেয়ার ডেনিস (ফ্রান্স) ও ক্লোজ, লুকাস দন্ত(বেলজিয়াম)
সেরা পরিচালক: পার্ক চ্যান-উক, ডিসিশন টু লিভ, দক্ষিণ কোরিয়া
সেরা চিত্রনাট্যকার: তারিক সালেহ, বয় ফ্রম হ্যাভেন (সুইডেন)
জুরি পুরস্কার (যৌথভাবে): দ্য এইট মাউন্টেন, ফিলিক্স ফন গ্রোনিনেন ও শার্লট ফান্দারমিয়ার্স (বেলজিয়াম) এবং ইও, ইয়াজি স্কলিমোস্কি (পোল্যান্ড)
কান উৎসবের ৭৫ বছর পূর্তি পুরস্কার: জ্যঁ-পিয়ের জুনে ও লুক দারদিন, টরি অ্যান্ড লকিটা (বেলজিয়াম)

সেরা অভিনেত্রী: জার আমির ইব্রাহিমি, হলি স্পাইডার (ইরান)
সেরা অভিনেতা: সং কাং-হো, ব্রোকার (দক্ষিণ কোরিয়া)

সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জার আমির ইব্রাহিমি
ছবি: রয়টার্স

অন্যান্য পুরস্কার
স্বর্ণপাম (স্বল্পদৈর্ঘ্য ছবি): দ্য ওয়াটার মারমার্স, জিয়ানিং চেন (চীন)
স্পেশাল মেনশন: মেলানকলি অব মাই মাদারস লালাবাইস, অবিনাশ বিক্রম শাহ (নেপাল)
ক্যামেরা দ’র: জিনা গামেল ও রাইলি কিয়াও, ওয়ার পনি (যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র)
তথ্যচিত্র পুরস্কার : অল দ্যাট ব্রিদস, শৌনক সেন (ভারত)
কুইয়ার পাম: জয়ল্যান্ড, সেলিম সাদিক (পাকিস্তান)

সেরা পরিচালক পার্ক চ্যান-উক
ছবি: এএফপি

আঁ সার্তে রিগা
আঁ সার্তে রিগা পুরস্কার: দ্য ওরস্ট ওয়ানস (ফ্রান্স)
জুরি পুরস্কার: জয়ল্যান্ড (পাকিস্তান)
সেরা পরিচালক: অ্যালেকজান্দ্রু বেলকারে (মেট্রোনম)
সেরা পারফরম্যান্স: ভিকি ক্রিপস (করসাজ) ও অ্যাডাম বিসা (হারকা)
সেরা চিত্রনাট্য: মাহা হাজ (মেডিটেরিয়ান ফিভার)