গোল্ডেন গ্লোবে বাজিমাত করল ‘ওপেনহেইমার’
টিভি সিরিজ ‘সাকসেশন’-এর সঙ্গে সর্বোচ্চ ৯টি মনোনয়ন পেয়েছিল গত বছরের আলোচিত সিনেমা ‘বার্বি’। কিন্তু পুরস্কারের আসরে ‘সাকসেশন’ যথারীতি সাফল্য পেলেও পারেনি ‘বার্বি’। বরং গত বছর ‘বার্বি’র সঙ্গে একই দিনে মুক্তি পাওয়া ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’ বাজিমাত করেছে।
আজ বাংলাদেশ সময় ভোরে গোল্ডেন গ্লোবের ৮১তম আসর বসেছিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে। সকাল থেকে বিভিন্ন শাখায় পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়।
এবার বেস্ট মোশন পিকচার–ড্রামা ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল ‘ওপেনহেইমার’, ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন, মায়েস্ট্রো’, ‘পাস্ট লাইভস, দ্য জোন অব ইন্টারেস্ট’ ও ‘অ্যানাটমি অব আ ফল’। শেষ পর্যন্ত পুরস্কার জিতেছে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’।
চলতি বছরের ভেনিস উৎসবে প্রিমিয়ারের পর থেকেই সমালোচকেরা প্রশংসা করেছেন সিনেমাটির। পরে তো ইয়োর্গস লান্থিমোসের ‘পুওর থিংস’ উৎসবে সেরা সিনেমার পুরস্কারও জিতে নেয়। গত ৮ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি, অনেকের মতো গত বছরের অন্যতম সেরা ছবি এটি। গোল্ডেন গ্লোবে বেস্ট মোশন পিকচার–মিউজিক্যাল অর কমেডি বিভাগে পুরস্কার জিতেছে সিনেমাটি। এতে অভিনয়ের জন্য সমালোচকেরা আগে থেকেই এমা স্টোনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। এবার মিলল স্বীকৃতিও।
গোল্ডেন গ্লোবে এমা সেরা হয়েছেন বেস্ট পারফরম্যান্স বাই অ্যান অ্যাক্ট্রেস ইন আ মোশন পিকচার, মিউজিক্যাল অর কমেডি বিভাগে।
এ বিভাগে এমা ছাড়াও মনোনয়ন পেয়েছিলেন ফান্টাসিয়া ব্যারিনো, জেনিফার লরেন্স, নাতালি পোর্টম্যান, আলমা পোয়েসতি ও মার্গো রবি।
গোল্ডেন গ্লোবে সেরা পরিচালক কে হন, তা নিয়ে জল্পনা ছিল। ব্রাডলি কুপার, গ্রেটা গারইগ, ইয়োর্গস লান্থিমোস, ক্রিস্টোফার নোলান, মার্টিন স্করসেজি, সেলিন সংয়ের মতো হেভিওয়েটরা পেয়েছিলেন মনোনয়ন। শেষ পর্যন্ত ‘ওপেনহেইমার’-এর জন্য পুরস্কার জিতেছেন ক্রিস্টোফার নোলান।
গত বছর কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপামজয়ী ‘অ্যানাটমি অব আ ফল’ জিতেছে সেরা চিত্রনাট্যের পুরস্কার। জাস্টিন ত্রিয়েত পরিচালিত এ সিনেমা পুরস্কার জিতেছে বেস পিকচার (নন–ইংলিশ ল্যাঙ্গুয়েজ) বিভাগেও।
‘ওপেনহেইমার’ সিনেমায় রবার্ট ওপেনহেইমার চরিত্রে দুর্দান্ত পারফর্ম করে বেস্ট পারফরম্যান্স বাই অ্যান অ্যাক্টর ইন আ মোশন পিকচার, ড্রামা বিভাগে পুরস্কার বাগিয়েছেন কিলিয়ান মার্ফি।
অন্যদিকে ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’-এ অনবদ্য অভিনয়ের জন্য বেস্ট পারফরম্যান্স বাই অ্যান অ্যাক্ট্রেস ইন আ মোশন পিকচার, ড্রামার পুরস্কার জিতেছেন লিলি গ্লাডস্টোন।
বেস্ট পারফরম্যান্স বাই অ্যান অ্যাক্টর ইন আ মোশন পিকচার, মিউজিক্যাল অর কমেডি বিভাগে পুরস্কার জিতেছেন পল জিয়ামাতি। ‘দ্য হোল্ডওভারস’ সিনেমায় অভিনয়ের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি।
বেস্ট সাপোর্টিং অ্যাক্টর, মোশন পিকচার বিভাগে পুরস্কার জিতেছেন রবার্ট ডাউনি জুনিয়ার (‘ওপেনহেইমার’), বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস, মোশন পিকচার বিভাগে পুরস্কার জিতেছেন ডাভাইন জয় রাডলফ (‘দ্য হোল্ডওভারস’)
চলচ্চিত্র বিভাগে আরেকটি পুরস্কার ছিল সিনেমাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট। এ বিভাগে পুরস্কার জিতেছে ‘বার্বি’।
বেস্ট টেলিভিশন সিরিজ, ড্রামা হয়েছে যথারীতি ‘সাকসেশন’। বেস্ট টিভি সিরিজ, মিউজিক্যাল অর কমেডি বিভাগে পুরস্কার জিতেছে ‘দ্য বিয়ার’। বেস্ট পারফরম্যান্স বাই অ্যান অ্যাক্টর ইন টেলিভিশন সিরিজ, ড্রামা হয়েছেন কেইরান কালকিন (সাকসেশন)। বেস্ট পারফরম্যান্স বাই অ্যান অ্যাক্ট্রেস ইন টেলিভিশন সিরিজ, ড্রামা হয়েছেন সারা স্নুক (সাকসেশন)।
এ ছাড়া বেস্ট লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অর আ মোশন পিকচার মেড ফর টেলিভিশন হয়েছে ‘বিফ’।