১০০ মিলিয়ন ডলারের হলিউডের সিনেমাকে ছাড়িয়ে গেল যে কোরিয়ান সিনেমা
গৃহহীনদের নিয়ে গঠিত এক ফুটবল দলের কোচের দায়িত্ব পান দক্ষিণ কোরিয়ার ফুটবলার ইয়ুন হং দেই। সেই আনাড়ি দল নিয়েই বিশ্বকাপে অংশ নেন তিনি। এমন গল্পে নির্মিত সিনেমা ‘ড্রিম’ দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকেরা।
২৬ এপ্রিল মুক্তির পর দক্ষিণ কোরিয়ার বক্স অফিসের শীর্ষে উঠেছে সিনেমাটি। একই দিন থেকে দক্ষিণ কোরিয়ায় মুক্তি পেয়েছে ১০০ মিলিয়ন ডলার বাজেটের হলিউডের সিনেমা ‘দ্য সুপার ম্যারিও ব্রাদার্স মুভি’। সিনেমাটিকে পেছনে ফেলেছে ‘ড্রিম’।
কোরিয়ান ফিল্ম কাউন্সিলের বরাতে কোরিয়া জুংআং ডেইলি জানিয়েছে, মুক্তির দিন ১ হাজার ২৯৯ সিনেমা হলে ‘ড্রিম’ সিনেমার প্রায় ৯৩ হাজার টিকিট বিক্রি হয়েছে। অন্যদিকে, ‘দ্য সুপার ম্যারিও ব্রাদার্স মুভি’র বিক্রীত টিকিটের পরিমাণ ৯০ হাজারেও কম।
সিনেমার গল্পে দেখা যাবে—এক মামলায় জড়িয়ে শাস্তির মুখে পড়েন দক্ষিণ কোরিয়ার ফুটবলার ইয়ুন হং দেই। তাঁকে গৃহহীনদের নিয়ে গঠিত একটি বিশেষ ফুটবল দলের কোচের দায়িত্ব দেওয়া হয়। সেই দলের কোনো খেলোয়াড়েরই ফুটবল খেলার অভিজ্ঞতা ছিল না। সেই আনাড়ি দল নিয়ে গৃহহীনদের বিশ্বকাপে অংশ নেন কোচ ইয়ুন হং দেই।
এতে কোচ ইয়ুন হং দেই চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা পার্ক সিউ জুন। নির্মাতা লি বিয়োং হিউন পরিচালিত কমেডি সিনেমায় আরও অভিনয় করেছেন লি জি ইয়োন।
এর আগে ২০১৯ সালে ‘এক্সট্রিম জব’ নির্মাণ করেছেন নির্মাতা লি বিয়োং হিউন। সিনেমাটি কোরিয়ায় সবচেয়ে বেশিবার দেখা সিনেমাগুলোর একটি।