বাংলাদেশেও জনপ্রিয়, এই বুলগেরিয়ান–তুর্কি অভিনেত্রীকে কতটা জানেন

জনপ্রিয় তুর্কি সিরিজ ‘দিরিলিস: আরতুগ্রুল’–এ অভিনয় করে ঢাকার দর্শকদের কাছেও পরিচিতি পেয়েছেন বুলগেরিয়ান–তুর্কি অভিনেত্রী গুলসিম আলী।
১ / ৫
সুলতান সুলেমানের পূর্বপুরুষ ও অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আরতুগ্রুল গাজীকে নিয়ে নির্মিত এই ধারাবাহিকে ‘আসলিহান’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ঢাকার একটি টিভি চ্যানেলে ধারাবাহিকটি প্রচারের পর নজর কেড়েছিলেন তিনি
ছবি: গুলসিম আলীর ইনস্টাগ্রাম থেকে
২ / ৫
তুরস্কের বাইরে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিশ্বের নানা দেশে বেশ জনপ্রিয়তা রয়েছে গুলসিমের
ছবি: গুলসিম আলীর ইনস্টাগ্রাম থেকে
৩ / ৫
‘দিরিলিস: আরতুগ্রুল’–এরপর ২০২০ সালে আরেক তুর্কি ধারাবাহিক ‘অ্যান আনাটোলিয়ান টেল’–এ অনবদ্য অভিনয় করে তারকাখ্যাতি পেয়েছেন ২৯ বছর বয়সী এই তারকা
ছবি: গুলসিম আলীর ইনস্টাগ্রাম থেকে
৪ / ৫
গুলসিমের জন্ম ও বেড়ে ওঠা বুলগেরিয়ায়। দেশটির একটি সৌন্দর্য প্রতিযোগিতা থেকে মডেলিংয়ে নাম লেখান তিনি। ২০১২ সালে একটি তুর্কি সিরিজের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তাঁর
ছবি: গুলসিম আলীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ৫
ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয় তিনি। ২০ লাখের বেশি অনুরাসী রয়েছে তাঁর
ছবি: গুলসিম আলীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন