‘ট্রাম্প’–এর ধর্ষণ দৃশ্য নিয়ে বিতর্ক
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরুণ বয়সের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘দ্য অ্যাপ্রেনটিস’। ২০ মে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর থেকে সিনেমাটি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। খবর ভ্যারাইটির
‘দ্য অ্যাপ্রেনটিস’ সিনেমাটি বানিয়েছেন ইরানি বংশোদ্ভূত ড্যানিশ নির্মাতা আলি আব্বাসি। ডোনাল্ড ট্রাম্পের চরিত্রে অভিনয় করেছেন সেবাস্তিয়ান স্ট্যান।
সিনেমাটিতে ট্রাম্পকে একজন ধর্ষক হিসেবে দেখানো হয়েছে। প্রথম স্ত্রী ইভানাকে তিনি নির্যাতন করতেন, সেটাও দেখানো হয়েছে সিনেমায়।
কানে প্রদর্শনীর পর আলোচনায় ‘দ্য অ্যাপ্রেনটিস’ সিনেমার একটি দৃশ্য। যেখানে ট্রাম্প (সেবাস্তিয়ান স্ট্যান) স্ত্রী ইভানার (মারিয়া বাকালোভা) ইচ্ছার বিরুদ্ধে তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন।
তবে বিতর্ক হলেও বিভিন্ন গণমাধ্যম সিনেমাটির প্রশংসাই করেছে। বিশেষ করে সেবাস্তিয়ান স্ট্যানের। এই অভিনেতা যেভাবে তরুণ বয়সের ট্রাম্প হিসেবে পর্দায় হাজির হয়েছেন, এর প্রশংসায় পঞ্চমুখ সমালোচকেরা।
বিবিসি এ ছবির সমালোচনায় বলেছে, স্ট্যান তরুণ ট্রাম্প হিসেবে দারুণ। তাঁর অঙ্গভঙ্গি, হাঁটাচলা ছিল দারুণ। তবে তিনি যে ট্রাম্পের ক্যারিকেচার না করে বরং পর্দার চরিত্র হয়ে ওঠার চেষ্টার করেছেন, এটা ছিল সবচেয়ে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত।
এ ছাড়া রটেন টোমাটোজে ১৯ জন সমালোচকের কাছ থেকে ছবিটি ৭৯ শতাংশ ইতিবাচক রিভিউ পেয়েছে, মেটাক্রিটিকে ১০-এ গড় রেটিং ৬ দশমিক ৬। চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম দ্য হলিউড রিপোর্টারও ট্রাম্পের চরিত্রে সেবাস্তিয়ান স্ট্যানের অভিনয়ের প্রশংসা করেছে।
কান চলচ্চিত্র উৎসবে ‘দ্য অ্যাপ্রেনটিস’ সিনেমাটি জায়গা পেয়েছে মূল প্রতিযোগিতা বিভাগে। ২৫ মে ফলাফল ঘোষণার দিন জানা যাবে ছবিটি স্বর্ণপাম পাবে কি না।
কানে প্রদর্শনীর পর ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহেও। তবে কবে সেটা, এখনো জানা যায়নি।
নির্মাতা আলি আব্বাসির আগের সিনেমা ‘হলি স্পাইডার’ ২০২২ সালে এই কান উৎসবেই মূল প্রতিযোগিতা বিভাগে লড়েছিল। সে বছর ছবিটিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন জার আমির ইব্রাহিমি।