অস্কারের যত আলোচিত ঘটনা

আর এক দিন পরই বসবে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। নিশ্চিতভাবেই সেখানে নানা ঘটনার সাক্ষী হবেন সিনেমাপ্রেমীরা। তার আগেই দেখে নিতে পারেন বিভিন্ন সময় অস্কার আয়োজনে ঘটে যাওয়া মজার ঘটনা। এসব ঘটনা হয়তো খুব কম সিনেমাপ্রেমীই জানেন। কবে কখন কী হয়েছিল অস্কার আয়োজনে।
১ / ৫
তিনি ছিলেন একমাত্র ব্যক্তি, যিনি অস্কার পুরস্কারে নিজের নাম নিজেই ঘোষণা করেছিলেন। ঘটনা ১৯৩১ সালের। অস্কারে তৃতীয়বারের এ আয়োজনে মজার ঘটনাটি ঘটে। অভিনেত্রী নর্মা শিয়েরারকে আমন্ত্রণ জানানো হয় ‘সেরা অভিনেত্রী’ শাখার পুরস্কার ঘোষণা করতে। সেবার তিনি একই শাখায় দুটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন। নিজেই নিজের নাম ঘোষণা করেন। এই শেষবার কোনো অভিনেত্রী নিজের নাম নিজেই ঘোষণা করেছিলেন
ছবি: আইএমডিবি
২ / ৫
মার্টিন স্করসেজির ‘দ্য অ্যাভিয়েটর’ সিনেমা গল্পে অস্কারজয়ী অভিনেত্রী ক্যাথরিন হেপবার্ন চরিত্রে অভিনয় করেন কেট ব্লানচেট। অস্কারজয়ী অভিনেত্রীর চরিত্রে অভিনয় করে কেট নিজেও অস্কার জয় করেন। এমন ঘটনা অস্কার ইতিহাসে বিরল। ২০০৪ সালেই এ ঘটনা প্রথম ঘটে
ছবি: আইএমডিবি
৩ / ৫
অস্কার ইতিহাসে সেরা সিনেমার নাম ঘোষণা নিয়ে এমন ভুলের ঘটনা দ্বিতীয়টি নেই। ঘোষণা করা হয় ‘লা লা ল্যান্ড’ এবারের অস্কারের সেরা সিনেমা। পরে তারা পুরস্কারও নেয়। কিন্তু কিছুক্ষণ পরই আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, তাদের একটি বড় ভুল হয়েছে। মূলত সেরা সিনেমার পুরস্কার পাবে ‘মুনলাইন’ সিনেমা। কীভাবে ভুলটি হয়েছিল, সেই ব্যাখ্যাও দিয়েছিল তারা
আইএমডিবি
৪ / ৫
আরেকটি মজার ব্যাপার হলো, অস্কার নামের কোনো ব্যক্তিও অস্কার পুরস্কার পেয়েছিলেন। অস্কার ইতিহাসে এই নামে একজনই এখন পর্যন্ত পুরস্কারটি পান। তিনি পাঁচবার অস্কার মনোনয়ন পেয়ে দুবার পুরস্কার পেয়েছিলেন
ছবি: আইএমডিবি
৫ / ৫
২০২৩ সালের ঘটনাটি এখনো সিনেমাভক্তদের কাছে স্মরণীয় হয়ে আছে। সেবার অস্কারের মঞ্চে অভূতপূর্ব এক ঘটনার সাক্ষী হয় বিশ্ব। উইল স্মিথের স্ত্রী জাডা পিংকেট স্মিথকে নিয়ে রসিকতা করেন সঞ্চালক ক্রিস রক। পরে মঞ্চে উঠে হঠাৎ করে সঞ্চালককে চড় কষান উইল স্মিথ। বহুল আলোচিত সেই ঘটনার পর ক্রিসের কাছে ক্ষমা চেয়েছেন স্মিথ, অস্কারে ১০ বছরের জন্য নিষিদ্ধ এই অভিনেতা
ছবি: আইএমডিবি
আরও পড়ুন