ফিলিস্তিনিদের গল্প নিয়ে ফিলিস্তিনিদের পাশে
চলছে সিনেমা প্যালেস্টাইন বাংলাদেশের দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানমালা। ১২ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। সিনেমা প্যালেস্টাইন বাংলাদেশের এই আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও রয়েছে আলোচনা ও ফিলিস্তিনি শিল্পী সালমা শাকার বিশেষ পরিবেশনা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকেরা জানিয়েছেন, বিনা মূল্যের অলাভজনক এ উদ্যোগটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
সিনেমা প্যালেস্টাইন বাংলাদেশের কিউরেটর ও প্রধান আয়োজক পারসা সানজানা সাজিদ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ফিলিস্তিনিদের মুক্তির সংগ্রাম এখন আগের চেয়ে আরও জরুরি অবস্থায় পৌঁছেছে। এমন অবস্থায় দেশটির সিনেমা প্রদর্শন, তাদের গল্প বলার মাধ্যমে ফিলিস্তিনিদের পাশে অবস্থানের একটি প্রয়াস।
এই আয়োজনে আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বিকেল পাঁচটায় প্রদর্শিত হবে কালাম আলজাফরির ‘আ ফিদাই ফিল্ম’, লারিসা সানসৌরের সায়েন্স ফিকশন ত্রয়ী। আলোচনায় পারসা সানজানা সাজিদের সঙ্গে থাকবেন মুস্তাফা জামান। একই মিলনায়তনে আলোচনা শুরু হবে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে।
আগামীকাল সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদর্শিত হবে হেনরি সৌরের তথ্যচিত্র ‘দ্য আওয়ার অব লিবারেশন হ্যাজ অ্যারাইভড’। আগামী শনিবার সমাপনী অনুষ্ঠানে থাকবে ফিলিস্তিনি শিল্পী সালমা শাকার পরিবেশনা। অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা ছয়টায়।