নেটফ্লিক্সের সঙ্গে প্রথমবার
নেটফ্লিক্সের সঙ্গে প্রথমবার কাজ করছেন অস্কারজয়ী দক্ষিণ কোরীয় নির্মাতা, প্রযোজক ও চিত্রনাট্যকার পার্ক চ্যান উক। স্ট্রিমিং প্ল্যাটফর্মটির ইতিহাসনির্ভর সিনেমা ‘ওয়ার অ্যান্ড রিভল্ট’ প্রযোজনা করছেন তিনি। খবর হলিউড রিপোর্টারের
প্রযোজনার পাশাপাশি চিত্রনাট্যকার শিন চোলের সঙ্গে সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন ‘দ্য ওল্ডবয়’, ‘দ্য হ্যান্ডমেইডেন’ ও ‘ডিসিশন টু লিভ’-এর মতো আলোচিত সিনেমার নির্মাতা পার্ক। সিনেমাটি নির্মাণ করবেন ‘মিডনাইট এফএম’ নির্মাতা কিম সাং ম্যান।
প্রায় চার শ বছর আগের জোসেন রাজত্বের পটভূমিতে সিনেমাটি নির্মিত হবে। গল্পে দেখা যাবে, সেই সময়ে শৈশবের দুই বন্ধু জীবনের একপর্যায়ে এসে একে অপরের প্রতিপক্ষে পরিণত হন। দুই বন্ধুর মধ্যে চেউন ইয়ং নামের পরাক্রমশালী যোদ্ধার চরিত্রে অভিনয় করছেন ‘সিক্রেট রিইউনিয়ন’, ‘ব্রোকার’ সিনেমার অভিনেতা গ্যাং ডং উন। অন্যদিকে জং রিউ নামে জোসেন রাজ্যের সামরিক পরিবারের উত্তরাধিকারীর চরিত্রে পাওয়া যাবে অভিনেতা পার্ক জিউন মিনকে; যিনি এর আগে পার্ক চ্যান উকের আরেক সিনেমা ‘ডিসিশন টু লিভ’-এ অভিনয় করেছেন।
‘ওয়ার অ্যান্ড রিভল্ট’ প্রযোজনা করছে মোহো ফিল্মস। প্রতিষ্ঠানটি এর আগে পার্ক চ্যান উকের ‘ডিসিশন টু লিভ’ ও ‘দ্য হ্যান্ডমেইডেন’ প্রযোজনা করেছে। সিনেমাটি কবে মুক্তি পাবে, তা এখনো জানায়নি নেটফ্লিক্স।
প্রযোজনার বাইরে এইচবিওর মিনি সিরিজ ‘দ্য সিমপ্যাথাইজার’ পরিচালনা করছেন ৫৯ বছর বয়সী পার্ক চ্যান উক। সিরিজটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা।