বাগদান সারলেন এই ফিলিপিনো অভিনেত্রী

প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন জনপ্রিয় ফিলিপিনো অভিনেত্রী এলজে রেয়াস। হবু বরের সঙ্গে তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে নিজেই এ খবর দেন তিনি।
১ / ৫
গতকাল মঙ্গলবার নিউইয়র্কে ফিলিপিনো বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের প্রকৌশলী ফিলিপ এভানজেলিস্তার সঙ্গে আংটিবদল করেছেন রেয়াস
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৫
ফিলপাইনের আলোচিত রিয়েলিটি শো ‘স্টারস্ট্রাক’-এর রানারআপ হয়ে পরিচিত পাওয়ার  পর অভিনয়ে নাম লেখান রেয়াস
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৫
দুই দশকের ক্যারিয়ারে ‘শি ইজ দ্য ওয়ান’, ‘লাভস্ট্রাক’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী, নায়িকার পাশাপাশি কয়েকটি সিনেমায় খল অভিনেত্রী হিসেবেও পাওয়া গেছে তাঁকে
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৫
এর আগে আরেক ফিলিপিনো অভিনেতা পাউলো কনটিসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন রেয়াস, ২০১০ সালে বিচ্ছেদ ঘটে তাঁদের। তাঁদের দুই সন্তান রয়েছে
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৫
বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান রেয়াস, সেখানেই থিতু হয়েছেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম