যা হলো এবারের ভেনিস উৎসবে

স্বর্ণসিংহ হাতে পেড্রো আলমোডোভার। ছবি: এএফপি

মেলো-ড্রামা ধাঁচের সিনেমা করেন পেড্রো আলমোডোভার। তাঁর সিনেমায় উঠে আসে মা-সন্তানের সম্পর্ক, জটিল রোগাক্রান্ত ব্যক্তি, ট্রান্সজেন্ডার মানুষের গল্প। তবে সব ছাপিয়ে সম্পর্কের গল্প বলেন নন্দিত এই স্প্যানিশ নির্মাতা। দুই অস্কার, কান, বার্লিনসহ ঝুলিতে ছিল ভেনিস উৎসবের দুই পুরস্কারও। এগুলোর সঙ্গে এবার যুক্ত হলো ভেনিসের সর্বোচ্চ পুরস্কার। গত শনিবার রাতে উৎসবের ৮১তম আসরের সমাপনী আয়োজনে স্বর্ণসিংহ জিতলেন আলমোডোভার।

‘দ্য রুম নেক্সট ডোর’–এর দৃশ্য। আইএমডিবি

৭৪ বছর বয়সী নির্মাতার নতুন ছবি ‘দ্য রুম নেক্সট ডোর’ আগে থেকেই স্বর্ণসিংহ জেতার জন্য ‘হট ফেবারিট’ ছিল। ভেনিসে প্রদর্শনী শেষে ১৭ মিনিটের দাঁড়ানো অভিবাদনের পর অনেকে ধরেই নিয়েছিলেন ছবিটি বড় পুরস্কার জিততে যাচ্ছে। সেটাই হলো। এই প্রথম পুরোপুরি ইংরেজি ভাষায় সিনেমা বানিয়েছেন আলমোডোভার।

পুরস্কার গ্রহণ করে প্রতিক্রিয়ায় বলেন, ‘সিনেমার ভাষা ইংরেজি হলেও আত্মা স্প্যানিশ।’ একই সঙ্গে তিনি ছবির দুই অভিনেত্রী টিলডা সুইনটন ও জুলিয়ান মুরের অভিনয়ের ভূয়সী প্রশংসা করে বলেন, তাঁদের অসাধারণ অভিনয়ই সিনেমাটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। পাঁচ বছর আগে ভেনিসেই আজীবন সম্মাননা পেয়েছিলেন আলমোডোভার।

স্বর্ণসিংহ হাতে পেড্রো আলমোডোভার। ছবি: এএফপি

নির্মাতার অন্য সিনেমার মতোই ‘দ্য রুম নেক্সট ডোর’ সম্পর্কের গল্প, নির্দিষ্ট করে বললে দুই নারীর সম্পর্কের গল্প। তরুণ বয়সে যাদের মধ্যে তুমুল বন্ধুত্ব ছিল, পরে কোনো কারণে তারা আলাদা হয়ে যায়। অনেক পরে দুজন আবিষ্কার করে, তারা একই সাময়িকীতে কাজ করে! তত দিনে একজন অনিরাময়যোগ্য ক্যানসারে আক্রান্ত, শেষ সময়ে কৈশোরের বন্ধুকে পেয়ে যেন পুরোপুরি থেমে যাওয়ার আগে নতুন গতি পায় জীবন।

উৎসবের সেরা ছবির দৌড়ে ছিল ‘বেবিগার্ল’ও, স্বর্ণসিংহ না জিতলেও ছবির অভিনেত্রী নিকোল কিডম্যান পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।

নিকোল কিডম্যান। ছবি: এএফপি

তবে মায়ের মৃত্যুতে মাঝ পথেই উৎসব ছেড়ে ফিরে গেছেন নিকোল, তাঁর হয়ে পুরস্কার নিয়েছেন ছবির ডাচ নির্মাতা হালিনা রাইন। পুরস্কার পাওয়ার খবরে উৎসব কর্তৃপক্ষকে পাঠানো বার্তায় নিকোল বলেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে। একটা শোকের সময় পার করছি, পরিবারের কাছে ফিরে আসতে হয়েছে। তবে এই পুরস্কার আমি মাকে উৎসর্গ করছি, তিনিই আমাকে তৈরি করেছেন।’ ইরোটিক থ্রিলার সিনেমাটিতে অস্ট্রেলিয়ান অভিনেত্রীকে দেখা গেছে একটি কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে; যিনি এক শিক্ষানবিশ কর্মকর্তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন।

ভেসোঁ লেদো। ছবি: এএফপি

টিনএজ সন্তান উগ্রবাদে জড়িয়ে পড়ে কি না, এই চিন্তায় সারাক্ষণ অস্থির থাকেন এক সিঙ্গেল বাবা। ‘দ্য কোয়াইট সন’ সিনেমায় এই সিঙ্গেল বাবার চরিত্রে অভিনয় করে উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ভেসোঁ লেদো। অনেক সমালোচক অনুমান করেছিলেন, উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পাবেন ড্যানিয়েল ক্রেইগ বা অ্যাড্রিয়েন ব্রডি। তবে শেষপর্যন্ত পুরস্কারটি উঠেছে ফরাসি অভিনেতার হাতে।

উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ গ্র্যান্ড জুরি পুরস্কার জিতেছে মৌরা ডেলপেরোর ‘ভারমিগ্লিও’, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক বিচ্ছিন্ন দ্বীপের গল্প নিয়ে নির্মিত হয়েছে এ ইতালীয় সিনেমা।

মৌরা ডেলপেরো। ছবি: এএফপি

রৌপ্যসিংহ বা সেরা পরিচালকের পুরস্কারটি পেয়েছেন ‘দ্য ব্রুটালিস্ট’ নির্মাতা ব্র্যাডি করবেট। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও হাঙ্গেরির যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন অ্যাড্রিয়েন ব্রডি ও ফেলিসিটি জোন্স। ব্র্যাডি মূলত অভিনেতা। ২০১৫ সালে পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ শুরু করেন, ক্যারিয়ারের তৃতীয় সিনেমাতেই ভেনিসে পুরস্কার জিতলেন এই মার্কিন নির্মাতা।

আরও পড়ুন

২৮ আগস্ট শুরু হওয়া এবারের ভেনিস উৎসব ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে তারকাবহুল, ১০ দিনে লালগালিচায় দেখা গেছে জর্জ ক্লুনি, ব্র্যাড পিট, অ্যাঞ্জেলিনা জোলি, লেডি গাগা, হোয়াকিন ফিনিক্স, রিচার্ড গিয়ার, জেনা ওর্তেগাদের।
উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান জুরি ছিলেন ফরাসি অভিনেত্রী ইজাবেল হুপার। চলচ্চিত্রে অবদানের জন্য মার্কিন অভিনেত্রী সিগুর্নি ওয়েভার ও অস্ট্রেলিয়ান নির্মাতা পিটার ওয়্যেরকে সম্মানসূচক স্বর্ণসিংহ দেওয়া হয়।

সূত্র: এএফপি, ভ্যারাইটি