প্রথম দিনে বক্স অফিসে ঝড় তুলল যে কোরীয় ছবি
এই ঝড় যে উঠবে তা অনুমেয় ছিল। কারণ, সিনেমাটির আগের তিন কিস্তির ব্যাপক সাফল্য। অ্যাকশন সিনেমা সিরিজ ‘দ্য রাউন্ডআপ’ অভিনেতা হিসেবে মা ডং-সেওককে বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছেন। তাঁর অভিনীত নতুন সিনেমা ‘দ্য রাউন্ডআপ: পানিশমেন্ট’ মুক্তি পেয়েছে গতকাল।
আর মুক্তির প্রথম দিনেই হেও মাইয়ুং-হায়েং পরিচালিত সিনেমাটি বক্স অফিস থেকে ৫০ লাখ ডলার আয় করেছে। খবর ভ্যারাইটির
২০১৭ সালে মুক্তি পায় ‘দ্য রাউন্ডআপ’ সিনেমা সিরিজের প্রথম কিস্তি ‘দ্য আউটলজ’। ছবিটি সে বছরের অন্যতম ব্যবসা সফল সিনেমা ছিল। এরপর বিরতি নিয়ে ‘দ্য রাউন্ডআপ’ মুক্তি পায় ২০২২ সালে। কোভিড–পরবর্তী সময়ে এ ছবিটি দিয়ে বলা যায় কোরীয় বক্স অফিস নতুন গতি পায়।
গত বছর মুক্তি পায় এই সিনেমা সিরিজের তৃতীয় কিস্তি ‘দ্য রাউন্ডআপ: নো ওয়ে আউট’। সমালোচকেরা খুব একটা পছন্দ না করলেও এ ছবিও ভালো ব্যবসা করে। পরপর তিন সিনেমার এমন সাফল্য দ্রুতই এসেছে চতুর্থ কিস্তি।
মা ডং-সেওক, কিম মু-ইয়েওল, পার্ক জি-হাওন, লি ডং-হি অভিনীত সিনেমাটি চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি বার্লিন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। ২৪ এপ্রিল মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। এবারের সিনেমার গল্পে দেখা যাবে গোয়েন্দা চরিত্রে অভিনয় মা ডং-সেওক কোরিয়ার সাইবার তদন্তকারী দলের সঙ্গে যোগ দেন।
উদ্দেশ্য অনলাইন জুয়া চক্রকে ধ্বংস করা। কিন্তু কাজটি সহজ নয়। কারণ, এ চক্রের সঙ্গে যুক্ত কুখ্যাত এক ভাড়াটে খুনি। এর পর কী হয় তাই নিয়ে গল্প। ২০২২ সালে তৃতীয় কিস্তি মুক্তির আগেই শুরু হয় চতুর্থটির প্রস্তুতি। ২০২২ সালের ১৮ নভেম্বর শুরু হয় শুটিং।
মুক্তির আগে অবশ্য বেশ কয়েকটি রেকর্ড গড়েছে ‘দ্য রাউন্ডআপ: পানিশমেন্ট।’ গত বুধবারের হিসেব অনুযায়ী, মুক্তির আগেই সিনেমাটির ৮ লাখ ৩০ হাজার টিকিট বিক্রি হয়, যা কোরীয় ছবির নতুন রেকর্ড।
বিশ্লেষকেরা বলছেন, সবে তো শুরু; যত দিন যাবে বক্স অফিসে নতুন রেকর্ড গড়বে ছবিটি।