বক্স অফিসে ঝড় তুলেছে জ্যাকি চ্যানের সিনেমা

এক স্টান্টম্যানের সঙ্গে তাঁর পোষা ঘোড়ার বন্ধুত্বের গল্প তুলে ধরা হয়েছে এ সিনেমায়ছবি: টুইটার

কিংবদন্তি অভিনেতা জ্যাকি চ্যানের সিনেমা বলে কথা। অ্যাকশন কমেডি সিনেমা ‘রাইড অন’ মুক্তির পরপরই হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকেরা। দেড় সপ্তাহ ধরে চীনের বক্স অফিসের শীর্ষে রয়েছে সিনেমাটি। খবর বার্তা সংস্থা সিনহুয়ার

চায়না মুভি ডেটা ইনফরমেশন নেটওয়ার্কের বরাতে সিনহুয়া জানিয়েছে, মুক্তির দশমতম দিনে সিনেমাটি ১৪ মিলিয়ন ইউয়ান (চীনের মুদ্রা) আয় করেছে। গত ১০ দিনে সাকল্যে আয় করেছে ১৫৬ মিলিয়ন ইউয়ান।

চীনে মুক্তিপ্রাপ্ত হলিউডের ‘দ্য সুপার ম্যারিও ব্রাদার্স.’, জাপানের অ্যানিমেশন সিনেমা ‘সুজুমে’সহ বেশ কয়েকটি সিনেমাকে পেছনে ফেলেছে জ্যাকি চ্যানের সিনেমাটি।

সিনেমাটি স্টান্টম্যানদের উৎসর্গ করা হয়েছে
ছবি: টুইটার

সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করতে একজন স্টান্টম্যানের লড়াইয়ের গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি; পাশাপাশি সেই স্টান্টম্যানের সঙ্গে তাঁর পোষা ঘোড়ার বন্ধুত্বের গল্প তুলে এনেছেন নির্মাতা ল্যারি ইয়াং।
এতে স্টান্টম্যানের ভূমিকায় অভিনয় করেছেন জ্যাকি চ্যান। ৬৮ বছর বয়সী এই অভিনেতা সিনেমায় কুংফুর কারিকুরি দেখিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন। ছয় দশক ধরে অভিনয় করে চলেছেন তিনি। সিনেমার দৃশ্য বাস্তবসম্মত করতে জ্যাকি নিজেই নিজের স্টান্ট করেন।

আরও পড়ুন
চীনে মুক্তির আগে যুক্তরাজ্যে সিনেমাটির প্রিমিয়ার হয়েছে
ছবি: টুইটার

জ্যাকি চ্যানের স্টান্টের পুরোনো কিছু ভিডিও চিত্র ব্যবহার করা হয়েছে সিনেমায়। সিনেমাটি স্টান্টম্যানদের উৎসর্গ করা হয়েছে। এতে জ্যাকি চ্যান ছাড়াও অভিনয় করেছেন কুংফু তারকা ইউ জিং। চীনে মুক্তির আগে যুক্তরাজ্যে সিনেমাটির প্রিমিয়ার হয়েছে।
‘পুলিশ স্টোরি’, ‘ড্রাগন ব্লাড’, ‘কুংফু ইয়োগা’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে আলোচিত হয়েছেন হংকংয়ের অভিনেতা জ্যাকি চ্যান।