গাঁজার পর আরেক মাদকের জালে এই কোরীয় অভিনেতা

ইয়ো আহ ইনছবি: সংগৃহীত

বিতর্ক যেন কিছুতেই ছাড়ছে না দক্ষিণ কোরিয়ান জনপ্রিয় অভিনেতা ইয়ো আহ ইনকে। এর আগে মাদক পরীক্ষায় তাঁর গাঁজায় আসক্তির প্রমাণ মিলেছিল, এবার তাঁর শরীরে প্রপোফল নামের আরেক ধরনের মাদকের অস্তিত্ব মিলেছে বলে জানিয়েছে কোরিয়ার ন্যাশনাল ফরেনসিক সার্ভিস। খবর সুম্পির

ইয়ো আহ ইনের বিরুদ্ধে মাদক নেওয়ার অভিযোগ তদন্তে ৫ ফেব্রুয়ারি তাঁর চুলের নমুনা ফরেনসিক সার্ভিসে পাঠায় সিউল মট্রোপলিটন পুলিশ। নমুনা পরীক্ষায় তাঁর প্রপোফল নেওয়ার প্রমাণ পেয়েছে সংস্থাটি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আরেক পরীক্ষায় তাঁর গাঁজা সেবনের তথ্য পাওয়া গেছে।
অভিনেতার এজেন্সি ইউনাইটেড আর্টিস্ট এজেন্সি জানিয়েছে, তদন্তে পুলিশকে সর্বোচ্চ সহযোগিতা করছেন এ অভিনেতা। তাঁর বিরুদ্ধে ওঠা প্রশ্নের জবাব আইনিভাবেই দেবেন তিনি।

ইয়ো আহ ইন
ছবি: সংগৃহীত

মায়ো ক্লিনিকের ভাষ্যে, ‘প্রপোফল অস্ত্রোপচারের আগে রোগীকে অচেতন করতে ব্যবহৃত হয়।’ দক্ষিণ কোরিয়ায় চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া প্রপোফল ক্রয়, বিক্রয় ও গ্রহণ নিষিদ্ধ। ২০২১ সাল থেকে সিউলের কয়েকটি ক্লিনিক থেকে অবৈধভাবে তিনি প্রপ্রোফল কিনতেন বলে জানিয়েছে পুলিশ।
ইয়ো আহ ইনের মাদকটি গ্রহণের খবর প্রকাশ্যে আসার পর ভক্তরা হতবাক হয়েছেন। অনেকে তাঁর শাস্তির দাবিও তুলেছেন।

ইয়ো আহ ইন
ছবি: সংগৃহীত

২০০৩ সালে টিভি বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু করেন ইয়ো আহ ইন, একই বছর টিভি সিরিজেও অভিষেক ঘটে তাঁরা। ২০০৬ সালে নাম লেখান সিনেমায়। ‘সিক্রেট অ্যাফেয়ার’, হেলবাউন্ড’, ‘শিকাগো টাইপরাইটার’, ‘ফ্যাশন কিং’, ‘বারনিং’সহ বেশ কয়েকটি আলোচিক সিনেমা ও সিরিজে অভিনয় করেছেন তিনি।

আরও পড়ুন
আরও পড়ুন