কান ক্রিটিকস উইকে রাজীব ও তানভীরের ‘র‍্যাডিক্যালস’

আদনান আল রাজীব ও তানভীর হোসেনছবি: কোলাজ

৬৩তম কান ক্রিটিকস উইকের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে প্রযোজক আদনান আল রাজীব ও তানভীর হোসেনের সহ–প্রযোজনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘র‍্যাডিক্যালস’।
কান চলচ্চিত্র উৎসবের একটি সমান্তরাল শাখা কান ক্রিটিকস উইক। এর আয়োজন করে ফ্রেঞ্চ ইউনিয়ন অব ফিল্ম ক্রিটিকস। কান চলচ্চিত্র উৎসবের পাশাপাশি ১৫ মে থেকে শুরু হওয়া ক্রিটিকস উইক শেষ হবে ২৩ মে।

‘র‍্যাডিক্যালস’ সিনেমার দৃশ্য
ছবি: কান ক্রিটিকস উইক

দুই হাজারের বেশি জমা পড়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র থেকে ক্রিটিকস ইউকে ‘র‍্যাডিক্যালস’সহ মোট ১৩টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। এতে ১১টি ফিচার চলচ্চিত্র মনোনীত হয়েছে।
ফিলিপাইন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও বাংলাদেশের প্রযোজনায় ‘র‍্যাডিক্যালস’ নির্মাণ করেছেন ফিলিপিনো নির্মাতা আরভিন বেলারমিনো। কান ক্রিটিকস উইকে ২১ মে ছবিটি প্রিমিয়ার হবে।

আদনান আল রাজীব
ছবি: প্রযোজকের সৌজন্যে

উৎসবে যোগ দিতে ১৩ মে কান শহরে উড়াল দিয়েছেন প্রযোজক, নির্মাতা আদনান আল রাজীব। কান থেকে তিনি প্রথম আলোকে বলেন, ‘এর আগে আমি বুসানে, ফিল্ম বাজারে গিয়েছি। তবে কোনো কাজ নিয়ে যাইনি। এবার কোনো কাজ নিয়ে এসেছি। বড় বড় নির্মাতা, প্রযোজকদের সঙ্গে আলাপ হচ্ছে।’
‘র‍্যাডিক্যালস’ সিনেমার আরেক বাংলাদেশি সহ–প্রযোজক তানভীর হোসেন ভিসা জটিলতায় এখনো কানে যেতে পারেননি। ভিসা পেলে সিনেমার প্রিমিয়ারের আগেই কান শহরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

তানভীর হোসেন
ছবি: প্রযোজকের সৌজন্যে

বুসান এশিয়ান ফিল্ম স্কুলে স্নাতক করেছেন তানভীর। সেখানে পড়াশোনা চলাকালে ‘র‍্যাডিক্যালস’ সিনেমা নিয়ে প্রযোজক ক্রিস্টিন ডে লিয়নের সঙ্গে আলাপ হয়। তানভীর যুক্ত হওয়ার পর শুটিংয়ের যুক্ত হয়েছেন রাজীব।
তানভীর প্রথম আলোকে জানান, গত বছরের ডিসেম্বরে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়ে জানুয়ারিতে শেষ হয়। ফেব্রুয়ারিতে পোস্ট প্রোডাকশন শেষ করে কান ক্রিটিকস উইকে জমা দেন তাঁরা।

২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিউ কারেন্টস বিভাগে পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত ‘বলী’ (দ্য রেসলার) সিনেমার নির্বাহী প্রযোজক ছিলেন তানভীর। তিনি প্রযোজনা প্রতিষ্ঠান গ্রিন স্ক্রিনের নির্বাহী পরিচালকের দায়িত্বে রয়েছেন।
‘র‍্যাডিক্যালস’ সিনেমায় ইলোরা ইসপানো, রস পাসিগানসহ আরও অনেকে অভিনয় করেছেন।

আরও পড়ুন