রাধিকা আপ্তে অভিনীত ভারতের আরও এক সিনেমা কানে
ভারতের আরও একটি সিনেমা ৭৭তম কান চলচ্চিত্র উৎসব মনোনয়ন পেয়েছে। ডিরেক্টরস ফোর্ট নাইট শাখায় মনোনয়ন পাওয়া এই সিনেমার নাম ‘সিস্টার মিডনাইট’। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাধিকা আপ্তে। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা করণ কান্ধারি।
আজ ডিরেক্টরস ফোর্ট নাইট বিভাগের মনোনয়ন পাওয়া সিনেমার তালিকা প্রকাশ করে উৎসব কর্তৃপক্ষ। এই তালিকায় বিশ্বের ২১ সিনেমা স্থান পেয়েছে। এই শাখায় উদ্বোধনী সিনেমা ‘দিস লাইফ অব মাইন’। সিনেমাটি পরিচালনা করেছেন ফ্রান্সের প্রয়াত পরিচালক সোফি ফিলিয়েরেস।
১১ এপ্রিল বৃহস্পতিবার ঘোষণা করা হয় অফিশিয়াল মনোনয়নের তালিকা। সেই তালিকা ছিল ভারতের সিনেমার জন্য চমক। ৩০ বছর পর স্বর্ণপাম পুরস্কারের জন্য প্রতিযোগিতা করার সুযোগ পেয়েছে ভারতের সিনেমা ‘অল উই ইমাজিন আস লাইট’। এটি পরিচালনা করেছেন পায়েল কাপাডিয়া। সেই সঙ্গে আঁ সার্তে রিগা বিভাগে মনোনয়ন পেয়েছে ‘সান্তোশ’। এটি পরিচালনা করেছেন সান্দিয়া সুরি। দুজনই নারী নির্মাতা। উল্লেখ্য, সর্বশেষ ভারত থেকে ১৯৯৪ সালে ‘স্বহম’ সিনেমাটি স্বর্ণপাম পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল।
মুম্বাইয়ের দুই নার্সকে নিয়েই এগিয়েছে ‘অল উই ইমাজিন আস লাইট’ সিনেমাটির গল্প। তাদের মধ্যে একজন হঠাৎ স্বামীর কাছ থেকে একটা বিশেষ উপহার পায়। বদলে যেতে থাকে এই নার্সের জীবন। এ ছাড়া আঁ সার্তে রিগা বিভাগে মনোনয়ন পেয়েছে সিনেমা ‘সন্তোশ’। সিনেমায় উঠে এসেছে সন্তোশ নামে একজন মারা যাওয়ার পর তার বিধবা স্ত্রী তার পুলিশের চাকরি নেয়। তার পোস্টিং হয় প্রত্যন্ত এক গ্রামে। জীবনের নানা ঘাত-প্রতিঘাত সিনেমায় উঠে এসেছে। তবে ‘সিস্টার মিডনাইট’ সিনেমার গল্প এখনো জানা যায়নি।
১১ এপ্রিল সংবাদ সম্মেলনে উৎসব পরিচালক থিঁয়েরি ফ্রেমো অফিশিয়াল শাখার মনোনয়নের তালিকা প্রকাশ করেন। সেদিন মূল শাখায় ১৮টি সিনেমার নাম ঘোষণা করা হয়। আঁ সার্তে রিগা বিভাগে ১৫টি, মিডনাইট স্ক্রিনিংস বিভাগের ৪টি, আউট অব কমপিটিশন বিভাগের ৩টি ও কানস প্রিমিয়ার শাখার ৬টি ও স্পেশাল স্ক্রিনিংস শাখায় ৫টি সিনেমার মনোনয়ন ঘোষণা করা হয়। আজ স্পেশাল স্ক্রিনিংস শাখায় ‘আমেরিকান স্টোরিজ’ নামে আরেকটি সিনেমার নাম ঘোষণা করা হয়েছে। এ বছর কান উৎসবে দুই হাজারের বেশি সিনেমা জমা পড়ে। আগামী ১৫ থেকে ২৫ মে পর্যন্ত চলবে উৎসব।