আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের পর্দা নামল
পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পর্দা নামল ১৭তম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের। আজ শুক্রবার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্রের ফলাফল ঘোষণার পাশাপাশি বিজয়ীদের নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
উৎসবে সেরা আন্তর্জাতিক ফিকশন চলচ্চিত্র ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ফিলিস্তিনি পরিচালক তারিক রিমাউইয়ের অ্যানিমেশন চলচ্চিত্র ‘জু’। সেরা আন্তর্জাতিক ডকুমেন্টারি (নন-ফিকশন) চলচ্চিত্র ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে যুক্তরাষ্ট্রের পরিচালক শাকিব আসরার চলচ্চিত্র ‘এলাইস ওয়েলকাম’। সেরা বাংলাদেশি চলচ্চিত্রের ওপর তারেক শাহরিয়ার বেস্ট ইনডিপেনডেন্ট শর্ট অ্যাওয়ার্ডের সেরা চলচ্চিত্রে পুরস্কার পেয়েছে পরিচালক শক্তি বণিকের ‘অন্তঋণ’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী ওয়াকিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের চিফ ইকোনমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার মো. আশানুর রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে মোস্তফা সরয়ার ফারুকীর ভাষ্যে বলা হয়, ‘বিগত সময়ে হাসিনা সবাইকে পাশাপাশি কাজ করতে দেয়নি, সব সেক্টরে একটা বিভাজনের নীতি চালু করে রেখেছিল। অন্যায়ের বিরুদ্ধে যে–ই কথা বলেছে, তাকেই দেশ ছাড়তে বাধ্য করেছে অথবা গুম করা হয়েছে। হাসিনা সরকারের অন্যায়ের বিরুদ্ধে আমরাও প্রতিবাদ করেছিলাম, কিন্তু সেটা ছিল মৃদু। আমাদের সংস্কৃতিতে কলকাতার একটা বড় হেজিমনির উপস্থিতি রয়েছে। আমরা সেটার ওপর বসে আছি, এটা ভাঙতে হবে। আমরা আগামী দিনে বিগত সময়ে দেশের বাস্তবিক চিত্র তুলে ধরতে বেশ কয়েকটি চলচ্চিত্র বানাব, সেগুলো হবে স্বাধীন ও নিরপেক্ষ।’
পরে আয়োজনটি নিয়ে এক ফেসবুক পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘আমি সরাসরি শর্ট ফিল্ম ফোরামের সদস্য না হলেও আমাদের বেড়ে ওঠা তো একই ঘরানায়, একই সাথে। জুলাই–পরবর্তী সময়ে ফোরামের সিনিয়রদের সাথে জুনিয়রদের একটা দূরত্ব তৈরি হয়। ফোরামের তরুণেরা ইতিহাসের রাইট সাইডে থাকতে চেয়েছে। জুলাই গণহত্যাকারীর পক্ষে থাকতে চায়নি, শত শত মানুষ গুমের প্রধান কারিগরের পক্ষে থাকতে চায়নি এবং ফেস্টিভ্যাল বন্ধ করে পতিত ফ্যাসিস্টের প্রোপাগান্ডা মেশিনে তেল সরবরাহ করতে চায়নি। তাদের এই স্পিরিটের প্রতি সালাম জানাই। সামনে আরও অনেক কাজ করতে হবে আমাদের।’
শতাধিক দেশের ২৭৬ চলচ্চিত্র নিয়ে ‘১৭তম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব’ আয়োজন করে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম। ২০ ডিসেম্বর শুরু হওয়া এবারের উৎসবটি জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের প্রতি এবং শিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উৎসর্গ করা হয়েছে।