এশিয়ার সেরা ‘দ্য কর্ড অব লাইফ’, বাংলাদেশের সেরা ‘সাবিত্রী’

এশিয়ান চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে সেরা পুরস্কারপ্রাপ্ত সিনেমা দ্য কর্ড অব লাইফ–এর দৃশ্যছবি: ব্যাড রাবিটস পিকচারস

আলঝেইমারে আক্রান্ত এক নারী ও তাঁর সন্তানের জীবন নিয়ে নির্মিত চীনের সিনেমা ‘দ্য কর্ড অব লাইফ’ দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে। দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরিদের রায়ে এশিয়ান চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগের সেরা সিনেমার পুরস্কার পেয়েছে সিনেমাটি।

গতকাল রোববার সন্ধ্যায় ঢাকার জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে উৎসবের সমাপনী আয়োজনে উৎসবের বিভিন্ন শাখার পুরস্কার ঘোষণা করা হয়।

সেরা সিনেমার সঙ্গে সেরা অভিনেত্রীর পুরস্কারও বাগিয়েছে ‘দ্য কর্ড অব লাইফ’। এতে আলঝেইমারে আক্রান্ত নারীর চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অভিনেত্রী বাদেমা।

তরুণ নির্মাতা কুইয়াও সিক্সুই পরিচালিত প্রথম সিনেমা এটি। টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গত বছরের অক্টোবরে মান্দারিন ভাষার সিনেমাটির প্রিমিয়ার হয়েছে।
এশিয়ান চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগের সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন শ্রীলঙ্কান সিনেমা ‘হুইসপেরিং মাউন্টেইনস’ নির্মাতা জগথ মনুয়ারা।

‘চালচিত্র এখন’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিনেতা ও সংগীতশিল্পী অঞ্জন দত্ত। ভারতীয় চলচ্চিত্রকার মৃণাল সেনকে নিয়ে ‘চালচিত্র এখন’ সিনেমায় মৃণালের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন অঞ্জন দত্ত। সিনেমাটি নির্মাণও করেছেন তিনি।

অঞ্জন দত্তর হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। পুরস্কার গ্রহণের পর অঞ্জন দত্ত বলেন, ‘এই পুরস্কার পাওয়ায় আমি সম্মানিত বোধ করছি। মৃণালদার প্রতি ধন্যবাদ জানাচ্ছি।’

স্পেশাল জুরি মেনশন সিনেমার পুরস্কার পেয়েছে কাজাখস্তানের সিনেমা ‘হ্যাপিনেস’; এটি পরিচালনা করেছেন আসকর ইউবেবায়েব। স্পেশাল জুরি মেনশন অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ঢাকার তরুণ অভিনেত্রী আফরিন খানম। নির্মাতা অ্যাঞ্জেলস রেলিস পরিচালিত ‘মাইটি আফরিন-ইন দ্য টাইম অব ফ্লাডস’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। বাংলাদেশ, ফ্রান্স ও গ্রিসের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।

উৎসবে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে আমন্ত্রিত অতিথি ও জুরিরা
ছবি: তানভীর আহাম্মেদ

মঞ্চে এসে আফরিন খানম বলেন, ‘আমি গর্ব বোধ করছি। অনেক পরিশ্রম করে আমি এই জায়গায় এসেছি। পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। নির্মাতা অ্যাঞ্জেলসকে ধন্যবাদ জানাই।’

বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫০টির বে‌শি চলচ্চিত্র নিয়ে ২০ জানুয়ারি শুরু হয়েছিল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৯ দিনব্যাপী এই উৎসবের আয়োজন করেছে রেইনবো ফিল্ম সোসাইটি।

এবারের আসরে বাংলাদেশ প্যানোরামা পূর্ণদৈর্ঘ্য বিভাগে ফিপ্রেসি অ্যাওয়ার্ড পেয়েছে ঢাকার নির্মাতা পান্‌থ প্রসাদের সিনেমা ‘সাবিত্রী’। বাংলাদেশ প্যানোরামার ট্যালেন্ট বিভাগে সেরা স্বল্পদৈর্ঘ্য সিনেমা হিসেবে ফিপ্রেসি পুরস্কার জিতেছে বৈশাখী সমাদ্দারের ‘দ্য উইনিং’। প্রথম রানারআপ হয়েছে শুভাশীষ সিনহার ‘ইনাফি’ ও দ্বিতীয় রানারআপ হয়েছে জিয়াউল হক রাজুর ‘অন্তহীন পথে’।

অন্যান্য পুরস্কারের মধ্যে শিশুতোষ সিনেমা বিভাগে বাদল রহমান পুরস্কার পেয়েছে ভারতীয় নির্মাতা বিপুল শর্মার সিনেমা ‘প্রভাস’।

অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত শ্যাম বেনেগালের সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। স্পেশাল অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে ভারতীয় পরিচালক অভিজিৎ শ্রীদাসের ‘বিজয়ার পরে’।

বাংলাদেশ প্যানোরামা পূর্ণদৈর্ঘ্য বিভাগে ফিপ্রেসি অ্যাওয়ার্ড পেয়েছে ঢাকার নির্মাতা পান্‌থ প্রসাদের সিনেমা ‘সাবিত্রী’
ছবি: বহতা ফিল্মস


স্পিরিচুয়াল বিভাগে সেরা ফিচার ফিল্ম হয়েছে ‘দেয়ার অ্যান্ড ব্যাক’। রাশিয়ান এই সিনেমার নির্মাতা ওলেগ আসাদুলিন। সেরা তথ্যচিত্র হয়েছে কিউবার ‘কুনানফিনদা: দ্য ল্যান্ড অব ডেথ’। তথ্যচিত্রটির নির্মাতা হ্যানসেল লেবা ফানেগো।

এ বিভাগে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে ঢাকার নির্মাতা গোলাম রাব্বানীর ‘সুরত’। পুরস্কারটি ফিলিস্তিনিদের প্রতি উৎসর্গ করেছেন রাব্বানী।

ওমেন ফিল্ম মেকার্স বিভাগে সেরা ফিচার ফিল্ম হয়েছে ইরানের সিনেমা ‘জাঙ্কস অ্যান্ড ডলস’। এটির নির্মাতা মানিজেহ হেকমাত। একই বিভাগে সেরা তথ্যচিত্র হয়েছে যুক্তরাষ্ট্রের ন্যান্সি সেভেনডসেনের ‘পাসাং: ইন দ্য শ্যাডো অব এভারেস্ট’।
‘হাউ টু গেট ইয়োর ম্যান প্রেগন্যান্ট’ সিনেমার জন্য সেরা নির্মাতা হয়েছেন দক্ষিণ কোরিয়ার গোয়েনং মু-নো। এই বিভাগে স্পেশাল মেনশন পুরস্কার পেয়েছে বাংলাদেশের ‘মুক্তি’, এটি নির্মাণ করেছেন নির্মাতা চৈতালি সমাদ্দার।

গতকাল উৎসবের সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আমাদের দেশীয় চলচ্চিত্র বিকাশে সহায়তা করছে। একই সঙ্গে সব ধরনের গোঁড়ামি, মৌলবাদী তৎপরতা ও উগ্রপন্থী কার্যকলাপ প্রতিরোধে অবদান রাখছে।’

সমাপনী আয়োজনে সংগীত পরিবেশন করেছে সংগীতশিল্পী লাবিক কামাল গৌরবের ব্যান্ড ‘এলকেজি কোয়ার্ট্রেট’
ছবি: তানভীর আহাম্মেদ
আরও পড়ুন

উৎসবের প্রধান পৃষ্ঠপোষক, সংসদ সদস্য শাহরিয়ার আলমের সভাপতিত্বে সমাপনী আয়োজনে ইরানি চলচ্চিত্রকার মাজিদ মাজিদি, বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর, জাতীয় জাদুঘরের পরিচালক মো. কামরুজ্জামান, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশেনর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আয়োজনের শুরুতে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী লাবিক কামাল গৌরবের ব্যান্ড এলকেজি কোয়ার্ট্রেট।

সমাপনী আয়োজনে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিনক্ষণ ঘোষণা করা হয়। উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান, ২০২৫ সালের ১১ থেকে ১৯ জানুয়ারি হবে এই উৎসব।

পুরো আয়োজনটি সঞ্চালনা করেন আহমেদ মুজতবা জামাল।

আরও পড়ুন