সর্বকালের সেরা ১০০ সিনেমার তালিকায় সেরা হলো কোনটি
সর্বকালের সেরা ১০০ সিনেমার তালিকা প্রকাশ করেছে সাইট অ্যান্ড সাউন্ড সাময়িকী। নতুন তালিকায় প্রথমবারের মতো শীর্ষে জায়গা পেয়েছে নারী নির্মাতার সিনেমা। একমাত্র ভারতীয় সিনেমা হিসেবে তালিকায় জায়গা পেয়েছে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’।
ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের মাসিক সাময়িকী সাইট অ্যান্ড সাউন্ড। ১৯৫২ সাল থেকে তারা প্রতি দশকে একবার সর্বকালের সেরা ১০০ সিনেমার তালিকা প্রকাশ করে। এবারের সেরা সিনেমা নির্বাচনে অংশ নিয়েছেন ১ হাজার ৬৩৯ জন সমালোচক, সংগ্রাহকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রত্যেকের নিজেদের বিচারের সেরা ১০ ছবির পক্ষে ভোট দিয়েছেন।
সাইট অ্যান্ড সাউন্ডের সাত দশকের ইতিহাসে সর্বকালের সেরা ১০০ সিনেমার তালিকায় প্রথমবার শীর্ষে জায়গা পেয়েছে নারী নির্মাতার সিনেমা। তিনি আর কেউ নন, বেলজিয়ামের নির্মাতা শনতাল আকেরম্যান। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া তাঁর ছবি ‘জেন ডিয়েলম্যান ২৩ কোয়াই দু কমার্স ১০৮০ ব্রাক্সেলস’ আছে তালিকার এক নম্বরে। কেবল নির্মাতাই নন, ক্যামেরার পেছনে সিনেমাটির সব কলাকুশলীই ছিলেন নারী।
তালিকায় এর পরের পাঁচটি স্থানে যথাক্রমে রয়েছে আলফ্রেড হিচককের ‘ভার্টিগো’, অরসন ওয়েলসের ‘সিটিজেন কেইন’, ইয়াসুজিরো ওজুর ‘টোকিও স্টোরি’, ওং কার-ওয়াইয়ের ‘ইন দ্য মুড ফর লাভ’ ও স্ট্যানলি কুবরিকের ‘২০০১: আ স্পেস ওডিসি’।
তালিকায় ভারতের একটিমাত্র সিনেমায় জায়গা পেয়েছে। ৩৫ নম্বরে আছে ‘পথের পাঁচালী’। কিছুদিন আগে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকসের ইন্ডিয়া চ্যাপ্টারও একটি তালিকা প্রকাশ করে। সেখানেও সর্বকালের সেরা ভারতীয় সিনেমা হিসেবে ‘পথের পাঁচালী’-কে বেছে নেন সমালোচকেরা।
২০১২ সালে প্রকাশিত সাইট অ্যান্ড সাউন্ডের সর্বশেষ তালিকায় শীর্ষে ছিল ‘ভার্টিগো’। এ ছাড়া ১৯৬২, ১৯৭২, ১৯৮২, ১৯৯২ ও ২০০২ সালে শীর্ষে ছিল ‘সিটিজেন কেইন’।