মাদক–কাণ্ডে জড়িয়ে নেটফ্লিক্সের সিরিজ থেকে বাদ পড়লেন এই কোরিয়ান অভিনেতা

ইয়ো আহ ইনছবি: টুইটার


মাদক–কাণ্ডে জড়িয়ে সমালোচনার মুখে থাকা দক্ষিণ কোরিয়ার তারকা অভিনেতা ইয়ো আহ ইনকে ‘হেলবাউন্ড’ সিরিজের দ্বিতীয় মৌসুম থেকে বাদ দিয়েছে নেটফ্লিক্স। খবর কোরিয়া টাইমসের

এর আগে তাঁর বিরুদ্ধে কোকেন, প্রপোফল, গাঁজাসহ বেশ কয়েক ধরনের মাদক নেওয়ার প্রমাণ পেয়েছে পুলিশ। এর পর থেকে তাঁকে নিয়মিত জিজ্ঞাসাবাদ করছে সিউল মেট্রোপলিটন পুলিশ।

ইয়ো আহ ইন
ছবি:টুইটার

২০২১ সালের নভেম্বরে মুক্তিপ্রাপ্ত ‘হেলবাউন্ড’ সিরিজের প্রথম মৌসুমে এক ধর্মীয় নেতা চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন ইয়ো আহ ইন। দ্বিতীয় মৌসুমে সেই চরিত্রে আরেক অভিনেতা কিম সাং চেউলকে নিয়েছে নেটফ্লিক্স। ২০২১ সালে নেটফ্লিক্সের সবচেয়ে বেশিবার দেখা সিরিজের তালিকায় ছিল আলোচিত সিরিজটি।
এর আগে অভিনেতার এজেন্সি ইউনাইটেড আর্টিস্ট এজেন্সি জানিয়েছে, তদন্তে পুলিশকে সর্বোচ্চ সহযোগিতা করছেন এ অভিনেতা। তাঁর বিরুদ্ধে ওঠা প্রশ্নের জবাব আইনিভাবেই দেবেন তিনি।

আরও পড়ুন

২০০৩ সালে টিভি বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু করেন ইয়ো আহ ইন। একই বছর টিভি সিরিজেও অভিষেক ঘটে তাঁরা। ২০০৬ সালে নাম লেখান সিনেমায়। ‘সিক্রেট অ্যাফেয়ার’, হেলবাউন্ড’, ‘শিকাগো টাইপরাইটার’, ‘ফ্যাশন কিং’, ‘বারনিং’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমা ও সিরিজে অভিনয় করেছেন তিনি।