হলিউডের ‘ডেসপিকেবল মি ৪’–কে টপকে চীনের ছবি শীর্ষে

চীনের বক্স অফিসে রাজত্ব করার কথা ছিল হলিউডের সিনেমা ‘ডেসপিকেবল মি ৪’–এর। কিন্তু দুই দিনেও সিনেমাটি তেমন আয় করতে পারেনি। চীনের সিনেমা নিয়েই দর্শকদের আগ্রহ বেশি। দেখে নিতে পারেন হলিউডের ‘ডেসপিকেবল মি ৪’–কে টপকে গেল কোন সিনেমা?
১ / ৩
চীনের বক্স অফিসে শীর্ষে রয়েছে ‘সাকসেসর’ সিনেমাটি। গতকাল পর্যন্ত সিনেমাটির টিকিট বিক্রি হয়েছে ৪৮ লাখ। চলতি সপ্তাহে সিনেমাটির আয় ৫০ মিলিয়ন ডলার। চীনের এ সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে জায়গা দখল করে আছে।
ছবি: আইএমডিবি
২ / ৩
মান্দারিন ভাষার আরেক সিনেমা ‘আ প্লেস কলড সাইলেন্সে’ উঠে এসেছে তিন শিক্ষার্থীর রহস্যজনকভাবে উধাও হওয়ার ঘটনা। ক্রাইম–থ্রিলার সিনেমাটি এ সপ্তাহে আয় করেছে প্রায় ৩২ মিলিয়ন ডলার। গত সপ্তাহ থেকে সিনেমাটি তাঁর জায়গা ধরে রেখেছে।
ছবি: আইএমডিবি
৩ / ৩
প্রত্যাশা একেবারেই পূরণ করতে পারেনি হলিউডের অ্যানিমেশন সিনেমা ‘ডেসপিকেবল মি ৪’। সিনেমাটি মুক্তির পর চীন থেকে আয় করেছে ১৭ মিলিয়ন ডলার। অথচ ২০১৭ সালে ‘ডেসপিকেবল মি ৩’ সিনেমাটি একই সময়ে চীন থেকে আয় করেছিল ৬৪ মিলিয়ন ডলার। সব মিলিয়ে আয় ছিল ১৫৮ মিলিয়ন ডলার। যা এবার একেবারেই প্রত্যাশার বাইরে।
ছবি: আইএমডিবি