‘বদমাইশ পোলাপাইন’ সিরিজে জুয়ার প্রচার, ইউটিউবার প্রত্যয় হিরন গ্রেপ্তার
ওয়েব সিরিজ ও ইউটিউব ভিডিওতে অবৈধ অনলাইনভিত্তিক জুয়ার সাইটের প্রচারণার অভিযোগে ইউটিউবার ও ‘বদমাইশ পোলাপাইন’ সিরিজের অভিনেতা প্রত্যয় হিরনসহ তিন ইউটিউবারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার অন্য দুই ইউটিউবার হলেন রায়হান ও হামিদ।
প্রায় এক বছর ধরে নজরদারিতে রাখার পর তাঁদের বিরুদ্ধে গত সপ্তাহে রমনা থানায় মামলা করে পুলিশ। সেই মামলায় নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে সাংবাদিকদের জানান গোয়েন্দা পুলিশের সাইবার অপরাধ ইউনিটের উপকমিশনার তারেক বিন রশিদ।
তিনি বলেন, ‘প্রত্যয় হিরনের “আজাইরা লিমিটেড” নামের ইউটিউব চ্যানেলে প্রচারিত “বদমাইশ পোলাপাইন” নামে ওয়েব সিরিজের চতুর্থ মৌসুমের সব পর্বে অবৈধ জুয়ার সাইটের বিজ্ঞাপন প্রচার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন।’
সেই ওয়েব সিরিজে দেখা গেছে, অভিনয়শিল্পীদের সংলাপেও ওয়ানএক্সবেট, ক্রিকেক্সসহ অবৈধ কয়েকটি জুয়ার সাইটের প্রচার করা হয়েছে। এর জন্য প্রতি পর্বে ৭০ হাজার থেকে ১ লাখ টাকা পেতেন ইউটিউবাররা। ভারতীয় এজেন্টের মাধ্যমে ঢাকার জনপ্রিয় ইউটিউবারদের ভিডিওতে বিজ্ঞাপনগুলো ছড়িয়ে দেওয়া হতো। ব্যাংকিং ও ফিন্যান্সিয়াল চ্যানেলের মাধ্যমে দেশের বাইরে থেকে অর্থ পাঠানো হয়।
প্রচলিত আইনের বাইরে গিয়ে এ ধরনের জুয়ার সাইটের বিজ্ঞাপন প্রচারে ইউটিউবারদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।
নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত ‘বদমাইশ পোলাপাইন’ সিরিজে অভিনয়ও করেছেন প্রত্যয় হিরন।