‘এটা মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় ঘটনা’
প্রকাশিত হয়েছে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৩-এর মনোনয়নপ্রাপ্তদের নামের তালিকা। জুরিবোর্ড নির্বাচন করেছেন এ তালিকা। এবার ‘সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র’, ‘চলচ্চিত্র ও ওয়েব ফিল্ম’ ও ‘ওয়েব সিরিজ’—এই তিন বিভাগে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে। ২৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩-এর রজতজয়ন্তী অনুষ্ঠান। ওই দিন জানা যাবে এবারের বিজয়ীদের নাম। তার আগে জেনে নেওয়া যাক, যাঁরা মনোনয়ন পেয়েছেন, তাঁদের অনুভূতি। গ্রন্থনা : মইনুল ওয়াজেদ
সেরা অভিনেতা
নাসির উদ্দিন খান (`ফ্রাইডে')
প্রথমবার মেরিল-প্রথম আলো পুরস্কারের জন্য মনোনয়ন পেয়ে অনেক ভালো লাগছে। ফ্রাইডে আমার অন্য রকম পছন্দের একটি কাজ। জুরিরা কাজটি দেখে আমাকে চূড়ান্ত মনোনয়নে সেরা অভিনেতা হিসেবে বেছে নেওয়ায় আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ আমার পুরো ফ্রাইডে টিমকে।
লিয়ন আহমেদ (`আম-কাঁঠালের ছুটি')
শুটিংয়ের সময় বুঝতেই পারিনি কোনো সিনেমায় অভিনয় করছি। আমাদের সবার কাছে ব্যাপারটা একটা খেলার মতোই ছিল। মাঝে যোগাযোগ না থাকায় এখনো পুরো সিনেমাটা দেখা হয়নি। হঠাৎ জানতে পারলাম, আমি সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছি, আমার খুব ভালো লাগছে। এটা মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় ঘটনা।
শহীদুজ্জামান সেলিম (`বাবা, সামওয়ানস ফলোয়িং মি')
আমি খুবই আনন্দিত মনোনয়ন পেয়ে। আমি আত্মবিশ্বাসী ছিলাম, এই কাজ বিচারকার্যে জমা পড়লে আমি মনোনয়ন পাব। এবার প্রথম আলোর মতো প্রতিষ্ঠান থেকে মনোনয়ন পেয়ে আমার অনেক ভালো লাগছে। প্রতিষ্ঠানটি সব সময় ভালো কাজ বিবেচনায় রাখে। এর আগেও আমি এই পুরস্কার পেয়েছি, এবার পেলেও অনেক খুশি হব।
সেরা অভিনেত্রী
আফসানা মিমি (`পাতালঘর')
পাতালঘর-এর জন্য মেরিল–প্রথম আলো পুরস্কারের চূড়ান্ত মনোনয়ন পেয়ে ভীষণই আনন্দিত আমি। অনেক যত্ন নিয়ে করেছিলাম কাজটা। এই মনোনয়ন যেন তারই স্বীকৃতি দিল। ধন্যবাদ পরিচালক, প্রযোজক, প্রিয় সহশিল্পীদের। ধন্যবাদ সম্মানিত জুরিদের। ধন্যবাদ মেরিল ও প্রথম আলোকে।
তমা মির্জা (`ফ্রাইডে')
কেউ যখন জিজ্ঞেস করে আপনার পছন্দের কাজ কোনটি, আমি সব সময় বলি, আমার সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে ফ্রাইডে। মেয়েদের ছোটবেলা থেকেই অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, বিয়ের পর সাংসারিক জীবনে অনেক ঝামেলা হয়। সব সময় এগুলো চুপ করে সহ্য করা উচিত নয়। খারাপ যেকোনো কিছুর প্রতিবাদ করা উচিত। নারীদের নিয়ে কথা বলা হয়েছে এই ফিল্মে, তাই আমার অনেক প্রিয় একটি কাজ এটি। তাই এই কাজের জন্য মনোনয়ন পেয়ে অনেক ভালো লাগছে।
তাসনিয়া ফারিণ (`নিকষ')
নিকষ কাজটি নারীকেন্দ্রিক একটি গল্পের কাজ। এই কাজ করতে অনেক কষ্ট হয়েছে। পানিতে, কাদায়, মাটিতে, রাস্তাঘাটে, জঙ্গলে কাজ করতে হয়েছে। এত কষ্টের একটি কাজে সমালোচকদের বিবেচনায় মনোনয়ন পেয়ে অনেক ভালো লাগছে। কারণ, এ ধরনের কাজ মনোনয়ন পেলে কষ্টটা সার্থক মনে হয়। পুরস্কার পাই বা না পাই, মনোনয়নই ভালো কাজের স্বীকৃতি মনে হচ্ছে।